প্রিন্স অব পারসিয়া [২০০৮]
আমার খেলা প্রথমদিকের গেম গুলির মধ্যে অন্যতম একটি গেম ছিল প্রিন্স অব পারসিয়া [১৮৮৯]। গেমটি বের হয়েছিল পিস ম্যাক এর জন্য। এর পর ১৯৯২ তে পিসি ডস মুডি বের হয়। পর্যায় ক্রমে বের হয়ে প্রিন্স অব পারসিয়া ২:দ্যা স্যাডো আব ফ্লেম। প্রথম দুটি বের করে বর্ডারব্যান্ড। এর এরপর ১৯৯৯ তে বের হয় প্রিন্স অব পারসিয়া ৩ডি, বের করেছিল রেড অর্ব এন্টারটেইনমেনরট।
এরপর আমরা দেখতে পাই ইউবি সফ্ট ২০০৩ সাল হতে বের করতে থাকল প্রিন্স অব পারসিয়া ট্রিলজী [Sands of time, Warrior within & Two thrones] যার প্রতিটিই ছিল হিট। ইউবি সফ্ট এর রিসেন্ট আরেকটি গেম হলো ফারক্রাই ২ [রিভিউ দেখুন]। যাদের আরো আছে SPLINTER CELL, GRAW এর মত সিরিজ। ট্রিলজী তে গেম কাহানী শেষ হয়ে যায়। তাই এবার নয়াকাহানী নিয়া বার করল প্রিন্স অব পারসিয়া [২০০৮]
কাহানী অব দ্যা গেম: আপনে ছিলেন একজন টুম্ব রাইডার। কোন প্রিন্স না। কবর চুরি করে পলানের সময় বালি ঝড়ে পড়ি পথ হারাই ফেলান। আর কি, হড়লেন বিপদে। দেহা হইল এক শাহজাদীর লগে। হেতেন রাজ্য ছাড়ি পলানের সময় আপনার লগে দেহা। হেতেন আপনারে লই যায় হেতেনগ টেম্পলে। এরপর আপনি পড়লেন মহা বিপাকে। আহরাম্যান নামক এক শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন। আর কতামনা। কইলে গেমের মজা শেষ।
দ্যারক্ এর কিরিটি চিসম:::::
গেমপ্লে: দারুণ। আপনারে চারটি ফার্টাইল গ্রাউন্ডে গিয়া চারটা বস সামলাতে হবি। আপনার লগে হেল্পার থাকবে শাহজাদী এলিকা। ফাইটিং দারূণ। কারণ আপণে একলা না আপনার শাহজাদী আপনার লগে সাহাজ্য করবে। সব গুলা গ্রাউন্ড আনলক করতে হয় লাইট সীড সংগ্রহ কইরা। তবে রিপিটিসম অব এনিমি এন্ড গ্রাউন্ডস আপনার বিরক্ত লাগতে পারে।[আমার লাগেনাই]। বস ফাইট গুলা সাংঘাতিক। এবারই কোন গেমের একটি নতুন সংযোজন। আপনে মরীবেন্না। আপনে যতবার মরার পতে যাইবেন, এলিকা যাদু দিয়া বাচাইব। আনেকে এটারে বাজ বললেও আমি কমু ঠিকি আসে। এটাই রিয়েলিটির মত লাগে। অন্যান্য গেমে আপন খালী মরবেন আর লোড করবেন। এটা এখানে লাগবনা।
গ্রাফিক্স: আমি কমু মারাত্নক। গ্রাফিক্স কার্টুনিস কিন্ত চোখজুড়াইন্না।
সিনেমাটিক: অসাধারণ। কোন কাটসীন ন, গেমের মদ্যেই সিনেমাটিক।
কন্ট্রোল: Third Person Action. জটিল। তয় মাউস ভালা দেইক্যা নিয়েন। বা ফাইটিং কী গুলা চেন্জ কইরেন।
সাউন্ড: অসাধরারণ মিউজিক আর এমবিয়েন্ট।
দ্যা রক্ এর চুখে স্কুর:::::
গেমপ্লে : ৭.৬
গ্রাফিক্স: ৮.২
কাহানী: ৭.৫
সাউন্ড: ৮.৩
গড়: ৭.৯/১০
যা থাকলে ভাল হতো:
কম্বাট একশান আর কম্বু মাইর আরো বেশ দিলে মজা বাড়ত। রিপিট অব এনিমি বিরক্তিকর।
NB: THIS GAME IS RATED 12+ BY THE ROCK. বাপমা পোলা্পাইন একতরে খেলতে পারব।
এতক্ষন বসে বসে পড়ার জন্য ধন্যবাদ । যাহাই হোক। এখনি কিনে খেলতে বসে যান।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন