এডা একই নােম আমার ব্লগেও আচে।
http://amarblog.com/sa_rocky/27202
এক্কারী ছোটবেলা থেকে আমি এনএফএস সিরিজের ভক্ত। এরই ধারাবাহিকতায় গতমাসে কিনলাম এসিরিজের নতুন রিলিজ নীড ফর স্পিড: আন্ডারকভার।
গত বছরছিল নীড ফর স্পিড: প্রোস্ট্রিট। যেটা কিনা ছিল (আমার মতে) ভূয়া।
এবার তাই ভাবলাম নতুনডা সুন্দর হইবেক। কিনতু নাহ! হতাশ আমি।
আমার মতে
১। গেমপ্লে : মোটামুটি। ৫০-৫০ চান্স।
২। গ্রাফিক্স : চলে। কিন্তু যাদের দামী গ্রাফিক্স কার্ড, তারা হতাশ হবেন।
৩। সিনেমাটিক : চলে। নায়িকাটা ভালই।
৪। কন্ট্রোল : চ্যালেন্জিং না। ২বছরের বাচ্চাটাও চালাতে পারবে।
৫। গড়ে স্কোর: ৬.৭/১০
গেমে যা যা আছে
বিরাট এক ওপেন শহর। নাম ট্রাই সিটি। আগেরগুলার মত লক নাই। পুলিশ আর আইন বড়ই কড়া। এবারের ক্যামেরা গুলা সুন্দর আছে। গাড়ি নিয়া কিছু অ্যাকশান করতে পারবেন। পুলিশগুলা আগের মত ছাগু না। সাবদান। আপনার হিটলেভেল ৩এর উপর থাকলে খবর আচে। গাড়ির ভিজুয়াল ডামেজ হয়। নতুন মজার ও চ্যালেন্জিং জিনিষ হলো জব গুলা। চুরিকরা গাড়ি গারেজে পৌছানো। খবর হয়ে যায়। কারন তখন আপনার গাড়ির পিজিকাল ডামেজও হয়। সাথে পুলিশ মামুরা ফ্রি।
যা থাকার দরকার ছিল
কন্ট্রোল ও গ্রাফিক্স মোস্টওয়ান্টেড এর মত করলে আরো ভালো হত। আপানারা নিশ্চই মোস্টওয়ানেটডে বা কার্বন খেলেচেন।
//this is my first review on games @ amarblog. please forgive me for not giving much info.
heres the gamespot.com review
For the most part, the reaction to the last few Need for Speed games was the same: “Why aren’t they more like Need for Speed Most Wanted?” “Where are the cheesy cutscenes and the over-the-top cop chases?” It seems as if EA heard those cries, because for better or for worse, Need for Speed Undercover feels like Most Wanted.
In Undercover you play the role of…wait for it…an undercover officer. Along with agent Chase Linh, played by the attractive Maggie Q, your job is to take down a group of street racers that have somehow become involved in an international smuggling ring. The story is told via campy cutscenes that fail to capture the charm of Most Wanted thanks to uninteresting characters and a predictable plot. Having a story provides incentive to make it through race after race, but the whole “this is cheesy so it’s cool” thing feels kind of forced this time around.
full @ ….. Click This Link
ইংরাজী লেকার জন্য মাফ চাই।