ইংল্যান্ডের Leeds Castle:
লিড ক্যাসেল আদিতে ছিল একটি ম্যনর হাউস যা ৮৫৭ খ্রী স্যাক্সন রাজাদের দ্বারা আধিকৃত হয়। আসল প্রাসাদটি মাটি দিয়ে নির্মিত ছিল, চারদিকে কাঠের তৈরি দেয়াল আর প্রাচীর।পরবর্তিতে ১৮০০ শতকে রাজা এডওয়ার্ড একে অন্যতম শক্তিশালী ম্যানর হিসেবে ঘোষনা করেণ।
১১১৯ সালে Robert Crevecoeur ম্যানরটি পাথর দিয়ে পুন:নর্মাণ করেন।
লিডসের সেলারটা হচ্ছে এর সবচেয়ে প্রাচীন অংশ (১২শ শতক), যা এখনো টিকে আছে।এর পানি সাপ্লাই ব্যবস্থাও অনেক পুরানো (১৪শ শতক), এটা এখনও ব্যবহার যোগ্য আছে।
এই ক্যাসেল প্রায় ৩০০ বছর রাজকীয় বাসভবন হিসেবে করা হয়েছিল। পরবর্তি শতক গুলোতে অনেক হাত বদলের পরে ১৯২৬ সালে Lady Baillie, Wykeham Martins কাছ থেকে প্রাসাদটি কিনে নেন।
এবার আসা যাক ভূত প্রসংগে। ক্যাসেলের ভূত হলো একটি কালো রং এর বড় একটি কুকুর। বলা হয় যখনই এই কালো কুকুরটাকে দেখা যায়, তখন যে দেখে তার উপর মারাত্মক সব বিপদ এসে পরে, জীবন সংকার কারণ হয়ে দাড়ায়। বেশ কিছু দিন আগে নাকি এক সন্ধ্যায় জনৈকা তরুনী ক্যাসেলের জানালয় দাড়িয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করছিলেন, তখনই তিন হটাৎ করে বিকট কুকুর টাকে দেখতে পান। ভয়ে যেই তিনি লাফ দিয়ে জানালা থেকে সরে দাড়ান, তখনই জানালার ঐ অংশটা ধ্বসে পরে।
স্কটল্যান্ডের Eilean Donan:
সম্রাট আলেকজান্ডারের নির্দেশে ১২৬০ সালে এই ক্যাসলটি নির্মিত হয়। পরে ১২৬৩ সালে Largs এর যুদ্ধের কৃতিত্বের পুরস্কার হিসেবে তৃতীয় আর্ল আব ডেসমন্ড আর কিডলারের পুত্র Colin Fitzgerald উপহার দেন। ১৩৩১ সালে রবার্ট ব্রুস স্কটল্যান্ড অধিকার করার পর তার গোষ্ঠিয় ভাই Randolph কে এখানাকার প্রশাসনিক দায়িত্ব দিয়ে পাঠান। এই লোক Eilean Donan ক্যাসলে এসেই স্থানীয় ৫০ জন লোককে হ্ত্যা করে ক্যাসলের প্রাচীরে ঝুলিয়ে রাখনে। এটা ছিল স্থানীয় জনসাধারণের জন্য তার তরফ থেকে সতর্ক সংকেত।
এরপর দীর্ঘ সময় জুড়ে Mackenzies, Earldom, MacRae প্রমূখ বংশ এই প্রাসাদের দখলদারিত্ব অনেক মারামারি, কাটাকাটি করেছে। ১৭১৭ সালের দিকে Mackenzies রা স্প্যানিশ রাজার পক্ষ অবলম্বন করে, ক্যাসলে এদের অস্ত্র, গোলাবারুদ, সৈন্য রাখতে দিয়েছিলেন। পরে ইংরেজ সৈন্যরা আক্রমন করে ক্যাসলের দখল নিয়ে নেয় আর স্প্যনিশ সৈন্যদের বন্দী করে। এই সময়ে কোন এক আজানা কারণে গান পাউডারে পুরো ক্যাসলটি ভস্মিভূত হয়ে যায়। পরবর্তি ২০০ বছর প্রাসাদটি পরিত্যক্ত ছিল। ১৯১২ সালে MacRae বংশের Lt. Colonel John MacRae কিনে নেন এবং পূন:নির্মান করেন।
বর্তমানে ক্যাসলে মাঝে মাঝে প্রাচীন স্প্যানিশ সৈন্যের পোশাক পড়া ভৌতিক অবয়ব দেখা যায়। ইনি অবশ্য ভাল ভূত, এখন পর্যন্ত কারো কোন ক্ষতি করেনি। শুধু হটাৎ হটাৎ দেখা দিয়ে চমকে দেয়।
ভূত সংক্রান্ত তথ্যের লিংক: http://www.hauntedcastlesandhotels.com/
ছবি: সিউল রায়হান
চলবে...............
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৯