বেনাপোলে ১৫ লাখ টাকার সিগারেট ও মোটরপার্টসসহ ২ জন আটক
আমিনুর রহমান মামুন
শনিবার সকালে ভারতে পাচারকালে বেনাপোলের ছোট আচড়া গ্রাম থেকে বিডিআর ১৫ লাখ টাকার সিগারেট ও মোটর পার্টসসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বিডিআর জানায়, গোপন সুত্রে খবর পেয়ে তারা গদতাল সকালে স্থানীয় ছোট আচড়া গ্রামে অভিযান চালিয়ে ১৫ লাখ টাকার সিগারেট ও মোটরপার্টসসহ অমিরুল ও আবু বকর নামে দ’ু জনকে আটক করতে সম হন। আটকৃতরা মাদক ব্যবসায়ী। তাদের বাড়ি বেনাপোলের ভবেরবেড় গ্রামে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।
বেনাপোলে স্কুল ছাত্রী ধর্ষিতা প্রভাবশালীদের চাপে পুলিশ ছেড়ে দিয়েছে ধর্ষকদের
গতরাতে স্থানীয় বড়আচড়া গ্রামে সোনালী (১২) নামে ৭ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে । পুলিশও প্রত্যদর্শীরা জানায়, ঐ ছাত্রী রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এসময় পথে তার এক বন্ধু কৌশিক তাকে ফুসলিয়ে বেনাপোল চেকপোস্টের একটি শপিংমলের ছাদে নিয়ে যায়। সেখানে আর্গ থেকে ওৎ পেতে ছিল তার বন্ধু রফিকুল ইসলাম। ঐ ছাত্রী সেখানে যাওয়ার পর কৌশিক ও রফিকুল তকে জোরপুর্বক ধর্ষন করে। অতিরিক্ত রক্ত রনে ঐ কশোরীর অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানীয় চেকপোস্ট মসিজিদ মার্কেটের একটি কিনিকে নিয়ে যাওয়া হয়। বিষয়টি জানাজানি হয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে। পরে পুলিশ অভিযান চালিয়ে কৌশিক এবং রফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। তবে রহস্যজনক কারনে পুলিশ তাদের থানা থেকে ছেড়ে দেয়। পুলিশ বলছে, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। অন্যদিকে গ্রামবাসী বলছে, ধর্ষিতার পিতা গরীব ভ্যানচালক হওয়ায় প্রভাবশালীদের চাপে মামলা করতে পারেনি। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ােভের সৃস্টি হয়েছে। #
যশোরে এক যুবককে শ্বসরোধ করে হত্যা
শনিবার যশোর সদর উপজেলার আরিচপুর হালসা বিলের মধ্যে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যশোর কোতয়ালি থানার পুলিশ লাশ উদ্ধার করেছে।
থানার ওসি আব্দুল কাদের বেগ জানান, দুপুরে হালসা গ্রামের বিলের মধ্যে একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন। পরে তারা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পুলিশ ধারনা করছে গতরাতে কে বা কারা তাকে হত্যা করেছে। পুলিশ প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছে। #
যশোরে বজ্রপাতে দ’যুবক নিহত
মনিরামপুর উপজেলার হরিহরনগর গ্রামে শনিবার রাতে বজ্রপাতে দু’যুবক নিহত ও একজন আহদ হয়েছে। তারা হলো- ঐ গ্রামের রতন মাস্টারের ছেলে রাজু (১৮ ), কিসমত আলীর ছেলে খলিল (২৩) ও আকসেদ আলীর ছেলে আইয়ুব (১৮)। গ্রামবাসী জানান, সন্ধ্যা ৭ টার দিকে তারা গ্রামের যুব উন্নয়ন অফিসের পাশে একটি ক্যারাম বোর্ডের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল। এ সময় সেখানে বজ্রপড়লে রাজু ও খলিল নিহত হয়। আহত হয় আইয়ুব। তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রাজুর বিয়ের কথা চলছিল। ঐদিনই তার আত্মীয় সজনরা তার জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন। #
আমিনুর রহমান মামুন
যশোর।