কারো কারো কাছে তুমি স্পর্শহীন অস্তিত্ব
কিন্তু আমার কাছে তুমি তুলনাহীন সম্পত্তি।
কারো কারো কাছে তুমি নিঘাত স্বপ্ন
কিন্তু আমার কাছে তুমি আমার অস্তিত্তের গল্প।
কারো কারো চোখে তুমি এক অজানা পথের সংলাপ
কিন্তু আমার কাছে তুমি সদ্য ফোটা গোলাপ।
হঠাৎ হঠাৎ তুমি ভেসে ওই নিল আকাশের বুকে
হঠাৎ হঠাৎ তুমি জেগে উঠো দিকহীন সীমান্তে।
জাগরণের ডাকে ডাক তুমি তোমার মত করে
তাইত অতৃপ্ত খনে শুন্য মনে জাগরণের ভুবনে আমি একা।
তুমি সেই অদেখাই রয়ে গেলে। স্বপ্ন চারিণী হয়ে চলে গেলে মুক্ত আকাশের বুকে সাথে নিয়ে তোমার না জানা আমার সুখে।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:২৯