মন খারাপ হতেই পারে। বেঁচে থাকলে যে আবার ভালো হয়ে যাবে তাও জানি। তাই, নিজের খারাপ হওয়া মনকে ভালো করার দায়িত্ব নিজেকেই নিতে হয়। অভিমানে বা বঞ্চনায় অত বেশী খারাপ লাগে না। আমার জানামতে, প্রতারণা দেখলেই আমার সবচেয়ে বেশী খারাপ লাগে, নিরাশ হয়ে পড়তে পারি।
যাই হউক, একটা ছবি আমি অনেকদিন ধরে রেখে দিয়েছি। যে ছবিটা চাক্ষুষ বা প্রত্যক্ষ প্রতারনার চিত্র। নির্লজ্জ বলার সুযোগ নাই। এই ছবিটা ইতিহাসের সকল লজ্জা- নির্লজ্জতাকে ছাপিয়ে গেছে।
নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে ছবিটা হাস্যকর। এবং এই ছবি দেখে ঘণ্টার পর ঘণ্টা, একা একাই হাসতে পারি, শুধু এই ভেবে যে- ক্যামনে সম্ভব! কৌতুক হিসাবে আমার কাছে এর যথেষ্ট আবেদন রয়েছে।
আবার মন খারাপ করার দরকার হলেও আমার জন্য এই ছবিটাই যথেষ্ট মন খারাপের কারণ হতে পারে। এই হবে সাম্যবাদী-সমাজতান্ত্রিকদের ভবিষ্যৎ! তা আগে কেন বুঝিনি। এই লোকদের কথায়- বক্তৃতায় কেন মজতে গেলাম, ভেবে আর কুল- কিনারা পাইনা। এঁদেরকে কোন দণ্ডে বিচার করবো- মানুষ? ভদ্রলোক নাকি ভদ্রলুক? নেতা নাকি মন্ত্রী? চাটুকার?
আবার মন খারাপ। আবার যদি ভাবি, আমার কি? আমিতো ভালো আছি তখন আবার হাসতে পারি।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮