শিক্ষাবোর্ড থেকে আদর্শ কলেজের ভারাক্রান্ত অধ্যক্ষকে ফোনে একটি ই-মেইল এড্রেস দেয়া হয়। আমি কলেজের অফিসে ঢুকতেই অধ্যক্ষ্ বললেন, দেখেন তো। বোর্ড থাইক্যা একটা ঠিকানা দিছে। বাসাবাড়ি, গ্রামপোস্টাফিস নাই। এই ঠিকানায় ক্যামনে কাগজপত্র পাঠাই?
আমি ঠিকানাটা হাতে নিয়ে দেখলাম এতে অধ্যক্ষ লিখেছেন- ডব্লিউডব্লিউডব্লিউডটএসওয়াইএলডটইডিডটগভডটবিডিঅ্যাটদারেইটঅফজিমেইলডটকম।
এই ঠিকানায় যোগাযোগ করার সাধ্য কার আছে?
অধ্যক্ষ শিক্ষাবোর্ডে যাবেন। দিনে যাবেন, দিনেই ফিরবেন। তবে, বাসে চড়বেন না। আমাকে বললেন, বারোটার ট্রেইনে গেলেত কাজ শেষ করে ফিরে আসা যাবে না। আমি বললাম, এক কাজ করেন স্যার। আটটা বিশে আখাউড়া থেকে একটা কমিউটার ট্রেন ছেড়ে আসে। ওইটায় গেলে বারোটার মইধ্যে পৌঁছে যাবেন। স্যার বললেন, কম্পিউটার ট্রেইন! ইটা আবার কি জাত ট্রেইন?
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:২১