একটা বই প্রকাশ করতে আসলে কত টাকা লাগে, বলতে পারেন? বই মেলা উপলক্ষে এখন বই প্রকাশের হিড়িক পড়েছে। আর প্রকাশকরাও দু'হাতে টাকা কামিয়ে নিচ্ছেন। না, বই বিক্রি করে তারা টাকা আয় করছেন না। তারা বই প্রকাশ করে টাকা আয় করছেন। বই বিক্রি হোক বা না হোক, তাতে তাদের কিছুই আসে যায় না।
বাংলাদেশে গত ১০-১২ বছর থেকে এই ধারাটা ব্যাপকভাবে চালু হয়েছে। যিনি বই লিখবেন, তাকেই নিজের টাকায় বই প্রকাশ করতে হবে। সব ব্যাবসায়িক ঝুকি তাকেই নিতে হবে। অথচ, বই এর প্রকাশক হিসেবে ঠিকই প্রকাশনা প্রতিষ্ঠানের নাম ছাপা হবে! লেখক নিজেও গর্ব করে বেড়াবেন, অমুক প্রকাশনী থেকে তার অমুক বইটা এবার বের হয়েছে! যদিও বই বিক্রি থেকে তিনি একটি কানা-কড়িও পাবেন না। উল্টো তার টাকা দিয়েই যে প্রকাশক ব্যবসা করে নিচ্ছেন সেটাও কখনও স্বীকার করবেন না।
কলিযুগ! অথচ, একটা সময় ছিল, লেখকরা বই লিখে সংসার চালাতেন। এখনও অবশ্য কেউ কেউ বই লিখে আয় করেন, তবে তা জীবলের শেষভাগে এসে। প্রথম জীবনে আগে নিজের টাকায় বই বের করে জনপ্রিয়তা কিনতে হয়, তারপর আয় শুরু হয়।
তবে খ্যাতিমান লেখকদের কথা আলাদা। তাদের পিছনে আজও প্রকাশকরা দৌড়ান।
এবারের বই মেলায় যাদের নিজের টাকায় বই বের করতে হয়েছে, তারা যদি একটু গোপনীয়তা ভেংগে বলেন, যে প্রকাশকরা কিভাবে আর কি পরিমান রক্ত চুষছেন, তাহলে নতুন লেখকদের অনেক উপকার হবে। এমনকি বাজার দর জানা থাকলে দর কষাকষিতে সবারই সুবিধা হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫৫