সহজ
সহজ এতো !
ভুলে যাওয়া
বেসামাল প্রতিশ্রুতির মতো !
সময়
সময়ের করাত !
কেটে নেবে হৃদয়
নিঃশব্দ ঘাতকের মতো !
তোমার আমার যত গোপন সমঝোতা
বৃষ্টি আর অগ্নির পারস্পরিক আকুলতা
তুমি না থাকলে কে হবে সেই বৃক্ষ
যাকে জড়িয়ে নেবে কোন লাজুক স্বর্ণলতা !
বিপন্ন সীমানার মতো
খুঁজে যাবো.. ভেবে যাবো
নক্ষত্রের প্রেমিকা কেন নক্ষত্রকে ছোঁবেনা !
অনন্ত চক্রের মতো
দেখে যাবো.. ঘুরে যাবো
গুনে যাবো অজস্র স্মৃতিদের ঠিকানা !
তুমি বলো অনেক হয়েছে ..
উত্তেজনাপূর্ণ খেলারও শেষ থাকে
প্রিয় পোশাকটি ফিকে হয়ে আসে
ধূসরতায় ..
সবচে সুমধুর সুরটিও থমকে দাঁড়ায়
নিঃশব্দতায় ..
শুধু আমিই বুঝিনা
অবোধ বালিকা সেজে ভিজি
রুপকথায় ..
সোনার স্মৃতি .. রুপোর স্মৃতি
জলপরীর গান .. ফুলপরীর গন্ধ
চুল ভেজায়
নাক ভেজায়
জলে ডুবতে ডুবতে আমি জল হয়ে গেছি
ঘ্রানে ভাসতে ভাসতে আমি ঘ্রান হয়ে গেছি
নিজেকে এখন ছায়ায় খুঁজি
অবেলার দুপুরবেলায় ..
কৃতজ্ঞতা - হামা ভাইকে, তার গল্পের ' বেসামাল ' শব্দটি নিয়ে ভাবতে গিয়েই এতগুলো শব্দ বেসামাল ..