আমি লজ্জিত, প্রেমিত অতঃপর ভস্মীভূত !
কারন .. তুমি আমার সর্বনাশের হেতু
কারন .. তুমি আমার অভিশাপ, ভুলের চূড়ান্ত
তুমি তো আমি যা চাই; যা চাইনি, যা চাইনা হয়ত !
স্পর্শ আতঙ্কে হাত সরাও, ফেলে দাও শব্দতরঙ্গের শূন্যতায়
দরজা জানালা বন্ধ করে বসে থাকো পরিত্যাগী নিমগ্নতায়
তবু তো আমি যা চাই; যা চাইনি, যা চাইনা হয়ত !
নিজেকে পরিতৃপ্ত করতে গিয়ে পলায়নপর
দুই কদম ভ্রমন তৃষায় দীর্ঘ যাত্রা নিরন্তর
পাপে তাপে পুড়ে পুড়ে অবিনাশী আগুন সুন্দর ।
বন্ধু হব এত বোকাও যে নই
অথৈ গভীরতা চোখে তাকালেই
দ্বিধা, সংশয়, ভ্রুকুটি বালির বাঁধের মত ভঙ্গুর ।
তোমার ছোঁয়ায় আমি নিস্পন্দ আঠা হয়ে যাই
বন্যতার রক্ত টগবগ করে ফোটে
পলকহীন কামনায় শান্তির জন্য মরে যাই
তারপরও তুমি কি আমার জন্য নও !
বাজে বাজে কথা, দুর্বলতার অজুহাত
দুজনেই জানি তোমার শক্ত মনের ধাত ।
তুমি মন হারাও, সময় আর স্থানকে ঘৃণা করো;
কি লাভ হয় বলো, কাছে যে আসি আরো ।
ছেড়ে তো যেতে পারো না, বৃত্তাবর্তে ঘোরো;
আর কি কোন সাগর পাবে যা আমার চেয়েও বড় ?
তুমি দুশ্চিন্তা করতে পারো, ধৈর্য এবং দৃঢ়তায়;
আমাকে পাশে রাখো, পোড়াবো ভোলাবো ভালোবাসায় ।
তোমার মত শক্ত হবো তারপর তোমাকে নরম করবো,
দেখবো কত পাথর আছে এই নদীর তলায় ।
আমি লজ্জিত, প্রেমিত অতঃপর ভস্মীভূত !
কারন .. তুমি আমাকে পরিপূর্ণ করার ইতিহাস ।
কারন .. তুমি আমার নিচের পৃথিবী, উপরের আকাশ ।
তুমি তো তাই; যাকে আমি চাই, যার আমি তাই ।
এলোমেলো পথে অনেক ছুটেছি, বলেছি কত .. আর কিছুখন;
চলে যেতে পারো, যেতে দিতে পারো; ভাবো কেন ডুবিয়ে মন ।
তুমি তো তাই; যাকে আমি চাই, যার আমি তাই ।
উৎসর্গ - হ হ এটা তোর জন্যেই