বুলেট এবং বোমা আমাকে ছোঁয়নি ,
ছুঁয়েছে সর্বভুক শকুনদের মৃতাসক্ত চোখ ।
বুকের মাংস চাক চাক করে কেটে নিলে
বা শুন্যে ঝুলিয়ে দুপা চিরে ফেললে
আমি কি মানুষই থাকি ..
হয়ত .. হয়তবা না ..
তারা কিন্তু মানুষই থাকে !
দুধ ডিম, মাছ মাংসের ঝোলে,
সুদুরপ্রসারী প্রশ্রয়ের কোলে,
তারা বরঞ্চ আরও বেশী মানুষ হয়ে ওঠে ।
কষ্টের শব্দেরা বাতাসে হারায়,
প্রতিধ্বনি ঠিকই কান পেতে থাকে ।
সম্ভাবনা আর স্বপ্ন শতছিন্ন হয়,
আশা ঠিকই বুক পেতে রাখে ।
আমরা দেখিনি ..
আমরা ভুলে গেছি ..
স্বর্ণপ্রসবিনী মায়ের জমিনে
বিষবৃক্ষ বুনেছি ।
জ্ঞাতে অজ্ঞাতে কত ময়লা লেগেছে হাতে
আজ সেই হাত ধুয়ে দেবে বলে এসেছে অগনিত হাত ।