আমার প্রিয় মানুষটি অদ্ভুত অদ্ভুত ঘোরের কথা বলে
বলে সব ফুলই ছুঁয়ে দেবার মত সুন্দর
বলে প্রতিটি সুগন্ধের রয়েছে নিজস্ব নিমন্ত্রন
বলে জোয়ারের গর্ত খোজে ভাটার ইন্দুর ।
আমার সেই মানুষটি অশুদ্ধ অশুদ্ধ স্বপ্ন দেখে
দেখে এক ফুলে বসে অন্য ফুলের উন্মোচন
দেখে টাটকা মাংসের পিছে দুপেয়ে জানোয়ার
দেখে প্রতিনিয়ত নব্য ঘ্রাণের ক্ষুধিত অধঃপতন ।
আমার বোকা মানুষটি নষ্ট নষ্ট ইচ্ছের কথা বলে
বলে গোলাপ যেমন .. কাঁঠালচাঁপাও চাই
বলে দেখব যখন .. ছুঁয়েও পেতে চাই
বলে পাপের কথন .. পাপেই পোড়াতে চাই ।