বলো না ... চুমুটা কোথায় দেবে
ভেজা ভেজা ঠোটে
লাজ রাঙা কপোলে নাকি
ছায়া ছায়া আঁখি পল্লবে ।
বলো না ... চুমুটা রাখি কোথায়
এলানো কেশে লুকোনো গ্রীবায়
দুই পাহাড়ের উপত্যকায় নাকি
দূর্বা ঘাসের গোলাপ আভায় ।
তুমি বললেই.. খোঁপা করি আউলা
খুলে ফেলি রুদ্ধ সব জানালা
তুমি চাইলেই.. আমি দেবী
তুমি চাইলেই.. ভিখারিনী ।
দ্বিধা আর লজ্জা দুরেই রাখো
আমি পবিত্র হতে আসিনি
দুহাত পেতে তোমার নিবেদন নেবো
এই তো আমার কাহিনী ।
কলি থেকে ফুল তোমার জন্য
ঘাস নদী জল তোমার জন্য
ভনিতা ছাড়ো, ভালোমানুষি নেভাও
আঁচল ধরো, মাছরাঙা হও
যেভাবে খুশি আমাকে নাও
দিয়ে ফেলো যা দিতেই চাও ।