'সে আমার প্রথম প্রেম..'
অফিস ফাঁকি,লুকিয়ে তোর কাছে
তোকেই খুঁজি রাত্রি থেকে ভোর
বুকের মাঝে জ্বালিয়ে দিলি আগুন
কেমন আছিস,কি খবর তোর??
আকাশ ঘিরে নিম্ন চাপের মেঘ
চোখ জুড়িয়ে আজ ব্যথার শ্রাবণ ঘনায়
বালুচরেও খুঁজতে গেছি তোকে
পায়নি খুঁজে কোনো বালির কোনায়
তোর জন্য বাউল হলাম আমি
ফাগুন হাওয়ায় রাত জাগা এক পাখি
ভালোবাসার বৃষ্টিতে আজ ভিজে
প্রেমের আভায় শরীর মাখামাখি
আজকে সামনে রঙিন হলুদ পাতা
নস্টালজিয়ায়... বাকিটুকু পড়ুন
