অল্প বয়স থেকেই কবিতার সঙ্গে বসবাস শুরু হলেও গল্পের সঙ্গে সংযোগ একটু পরে। জীবন-বাস্তবতায় মাঝে লেখালেখিতে ভাটা পড়েছিল কিছুটা। যখন ধাতস্থ হলাম, তখন মনে হলো আবার শুরু করি। লিখতে শুরু করলাম আবার এবং আগের লেখাগুলো একত্র করতে লাগলাম। মোটামুটি কয়েকমাসের প্রচেষ্টায় পাণ্ডুলিপি প্রস্তুত করে ফেললাম। বইয়ের নাম ঠিক করলাম ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’। ২৪টা গল্প আছে বইটাতে। বেশিরভাগ আত্মজৈবনিক হলেও পাঠক ভিন্ন ভিন্ন অনুভূতি পাবেন।
বইটা উৎসব প্রকাশনী থেকে এবারের (২০২৫) অমর একুশে বইমেলায় এসেছে। গত ২রা ফেব্রুয়ারি থেকে পাওয়া যাচ্ছে বাংলার প্রকাশন-এ (৮২০-৮২১ নম্বর স্টল)। এছাড়াও রকমারি থেকেও নেওয়া যাবে। বইয়ের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা; তবে রকমারি বা বইমেলায় ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে (মূল্য ২২৫)।
আজকে (৩রা ফেব্রুয়ারি) উপস্থিত ছিলাম বইমেলায়। কাল ও পরশুও থাকব। যারা বইটি সংগ্রহ করেছেন, তাদের কাছে আমার একটাই প্রত্যাশা ছিল তারা যেন বইটা পড়ে অল্পবিস্তর রিভিও দেন। আমি চাই লোকে আমার লেখা পড়ুক।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪