ব্লগে ঢুকে দেখি আমার ব্লগিংয়ের বয়স ১০ বছর পার হয়ে গেছে। মানে ১১তে পড়েছে। সময়টা খুব একটা কম নয়। মনে পড়ছে কবে অ্যাকাউন্টটা খুলেছিলাম। ২০১৩ সালে, গণজাগরণ মঞ্চের উত্থানের সময়টায়। আমার এক বন্ধু, সামিরুল; সে খুলে দিয়েছিল। এরও দুই বছর পর, মানে ’১৫ সাল থেকে নিয়মিত পোস্ট দিতে থাকি। সমানতালে চলতে থাকে পড়া, মন্তব্য করা। মন্তব্য পড়া, করা থেকেই মূলত ব্লগিংয়ের প্রতি আগ্রহ জন্মে। পড়লে তো বই থেকেই পড়া যায়। ব্লগের বিশেষত্ব হলো, এখানে মন্তব্য পেলে বা করলে এই আদান-প্রদানের মাধ্যমে নিজের জ্ঞানবুদ্ধিকে শাণিত করা যায়। নতুন কিছু জানা যায়।
১০ বছরে ২৭৩ টির উপর পোস্ট দেওয়া হয়েছে। কিছু লেখা ডিলিট করেছি বা ড্রাফটে নিয়েছে। রাজনীতি, ধর্ম, গল্প, কবিতা- প্রায় সব বিষয়েই লেখালেখি করেছি/করছি। কেমন হয়েছে নিজে তো বলতে পারব না। তবে এটা বলতে পারি, এখান থেকে অনেককিছু শিখেছি/শিখছি। বিশেষ করে বয়োজ্যোষ্ঠদের উপদেশ আমাকে অনেক সাহায্য করেছে লেখালেখি থেকে শুরু করে বাস্তবজীবনে। দীনদুনিয়ার অনেককিছু জানা হয়েছে। আপডেটেড থাকা গেছে।
ফেসবুকের চেয়ে ব্লগের লেখক/পাঠকগণ বেশি পরিণত। এখানে ভুলভাল কিছু লিখলে পার পাওয়ার সুযোগ কম। এখানেই ব্লগ স্বতন্ত্র। কিছু তিক্ত অভিজ্ঞতাও আছে অবশ্য। এটা ফেসবুক-ব্লগ সকল ক্ষেত্রেই প্রযোজ্য। মানে অনেকের মনে এক, প্রকাশ আরেক। শঠতা, নিষ্ঠুরতাও লক্ষ্য করা গেছে। যাহোক, সেসব মনে করতে চাই না। সতত সুন্দরের সাথেই থাকতে চাই।
সবাইকে ধন্যবাদ, যারা বিভিন্ন সময় সমর্থন দিয়ে গেছেন। ধন্যবাদ তাদেরও, যারা সমালোচনা করেছেন। আপনাদের সমালোচনা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৪:০৬