২০১৩ সালে সামহোয়্যার ইন ব্লগের সাথে পরিচয়। তখন অবশ্য সক্রিয় ছিলাম না। ’১৫ সাল থেকে ’১৬ পর্যন্ত সক্রিয় ছিলাম। এরপর থেকে নিষ্ক্রিয় হয়ে গেলাম। গত বছর একেবারেই নিষ্ক্রিয়।
তো এই সময়ে মোটামুটি অনেক ব্লগারের পোস্ট বা মন্তব্য আমাকে মুগ্ধ করেছে। নিজেকে সংশোধন করতে সাহায্য করেছে। আমার কাছে মনে হয়েছে এদের দ্বারা আরও অনেকেই উপকৃত হয়েছে।
ব্লগের শুরুতে অনেক বড়ো মাপের লোকজন ছিলেন। তাদের লেখা পড়েছি। কিন্তু এখানে এমন ১০ জনের নামোল্লেখ করব, যাদের সাথে সরাসরি ব্লগিং করেছি।
আহমেদ জী এস: এই ভদ্রলোকের মন্তব্য পড়লে মাঝেমধ্যে মনে হয় পোস্টের চেয়ে ওনার মন্তব্য বেশি গুরুত্বপূর্ণ। পোস্টে লেখক যা বলতে চেয়েছেন, সেটা তো বটেই; যা বলতে চাননি, তাও উঠে আসে। তাছাড়া মাঝেমধ্যে বিদগ্ধ মতামত দেন, যা পোস্টদাতাকে সমৃদ্ধ করে।
চাঁদগাজী: ওনার মন্তব্য চাঁছাছোলা। হার্ট দুর্বল লোকজন ওনার মন্তব্য পড়ে মূর্ছা যেতে পারে। মাঝেমধ্যে শ্লেষাত্মক মন্তব্য করেন। তবে ব্যক্তিগতভাবে মনে করি এসব মন্তব্য দরকার আছে।
কাওসার চৌধুরী: এই ভদ্রলোকের সাথে বইমেলায় দেখা হয়েছে। এত মার্জিত এবং প্রগতিশীল চিন্তাধারার, প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যাই। ওনার পোস্টগুলো তথ্যমূলক। আর মন্তব্যগুলোও সমৃদ্ধশালী।
ড. এম. এ আলী: ওনার মন্তব্য পড়ে অবাক হই। এত বড়ো বড়ো মন্তব্য, অনেকসময় পোস্টের চেয়েও বড়ো হয়ে যায়। মন্তব্যগুলো অবশ্যই তাৎপর্যপূর্ণ।
আখেনাটন: খুব প্রগতিশীল এবং আধুনিক চিন্তাধারার মনে হয় ওনাকে। পোস্টগুলোতে চোখ বোলালেই বোঝা যায়। মন্তব্য পড়েও বোঝা যায়।
খায়রুল আহসান: ভদ্রলোকের পোস্ট পড়ি। মন্তব্য পড়ি। নিজের পোস্টের রিপ্লাই খুব যত্ন সহকারে দেন। অন্যদের পোস্টে যখন মন্তব্য করেন, অনেক বুঝেশুনে চমৎকার মন্তব্য করেন।
নতুন: এই ভদ্রলোককে ভালো লাগে ওনার ধর্মীয় এবং রাজনৈতিক পোস্টের মন্তব্যের মাধ্যমে। ওনি হয়তো নিজেও জানেন না ওনি কী পরিমাণ ভালো তর্ক-বিতর্ক করতে পারেন। এবং আমার বিচারে প্রতিবারই বিজয়ী হন।
শরিফ তমাল : ওনি ’১৬ সালে সর্বশেষ ব্লগে ছিলেন। কবিতা লিখতেন। রাজনৈতিক পোস্টও করতেন। ব্যতিক্রম একজন। কিছুটা পাগলাটে অবশ্য। তার খোলাখুলি মন্তব্য মুগ্ধ করার মতো।
বিদ্রোহী ভৃগু: ওনি ধর্মীয় ব্যাপারে দারুণ জ্ঞান রাখেন। ধর্মপরায়ণ অথচ প্রগতিশীল লোক বলতে যা বোঝায়, ওনি তাই। ওনার মন্তব্যও সুচারু। কবিতা এবং ধর্মীয় পোস্টে ওনার মন্তব্য অবশ্যই আলাদা তাৎপর্য বহন করে।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই: ব্লগের বয়োজ্যেষ্ঠদের একজন। একটিভ কমই থাকেন। ওনার মন্তব্যও কম। তবে যা করেন, সেগুলোর ওজন আছে। ওনার মন্তব্য পড়লেও চিন্তা-ভাবনা শাণিত হতে বাধ্য।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ সকাল ১১:২৬