আমি কবি হতে চাইনি কোনদিন
কাব্য দুঃখ পদ্য দুঃখ আমার ভেতরে থাকবে
এসব মেনে নিতে পারার
কৌশল আয়াত্ত করতে পারিনি
সূর্য্যমুখীর দীঘল পরাগে এঁকেছি চুম্বন দৃষ্টি
সুদূর চীনের কুমবিং থেকে সূর্যের দিকে মুখ রেখে
জানালার নীচের মাটিতে বুনন করতে পারি
সূর্যমুখী
কবিতা কে নয় এমন কি কবিকে নয়
পোষ্ট মর্টেম হবে
তবু কাব্য লক্ষ্মী বেঁচে থাকবেই.....
আগুনে হাত রেখে, আগুনের কবিতা লিখি
যদি যাই পুড়িয়ে বা ফতুর হয়ে।