আমি দেখি আমাদের সন্তান হবে এক উজ্জ্বল সকালের মত।
যেন জাজ্বল্যমান আকাশের নবীন নক্ষত্র।
উদ্গীরিত কণার মত আমাদের সন্তান হবে বিচ্ছুরিত।
নিষ্পাপ এক ফুলের মত ভীষণরকম সৌরভিত।
আমাদের সন্তান হবে দূর্বীনিত, অন্যায়ের সাথে আপোসহীন।
সেই আমাদের দেবে না পাওয়া সব উত্তম দিন।
এক রাজপুত্র খেলবে সেদিন কোলে।
যার আশাতে আজ আমাদের স্বপ্নঘড়ি চলে।
আমাদের সন্তান সেই সুসময়ের প্রতীক হবে,
যে প্রতীকে রাজ্যজুড়ে প্রেমের মিছিল রবে।
আমি দেখি শ্বেত বসনের এক আলোক শিশু আমার সন্তান হবে।
দুনিয়া কাঁপানো মেঘ-নিনাদে মা ডেকে উঠবে।
আমাদের সন্তান তার বাবার মতই হবে,
উচ্চকণ্ঠে রেগে গিয়ে পরক্ষনেই নরম ছোঁবে।
তুমি দেখো, আমাদের সন্তান এক পৃথিবী পূণ্যি বানাবে।
অন্ধজনায় দীপ জ্বেলে সে কুচ-কালোরে ঝাঁট ছানাবে।
আমি দেখি আমাদের সন্তান হবে অবিচল, হিমালয় প্রতিমূর্তি।
বাঁধ ভাঙ্গা এক উল্লাসে বজ্র দেবের ফূর্তি।
আমাদের সন্তান সব মানুষকেই ভালোবাসবে।
মানবতার স্লোগান দিয়ে চোখ পৃথিবীর পাল্টে দেবে।
আমাদের সন্তান আমার নাড়ী ছিড়ে বেরূবে বটে,
বাড়বে, খেলবে তোমার তটে।
কিন্তু বিশ্ব সন্তান সে হবেই হবে এই পৃথিবীর মলিন ঘটে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০১