ওরা আমার অষ্টাদশী ছেলে।
ওরা জ্বলে যখন হিয়ায় আগুন খেলে।
সুখ বারতার দুখ ঘোচানোর বেশে,
ওরাই আবার মাটির সাথে মেশে।
ন্যায় দেখে দূর জোরসে যায় কষ্টি পাথর ঠেলে।
প্রবাল সূতোর বাঁধ গড়ে দেয় সবুজ নয়ন মেলে।
গৌরব ওই প্রীত ধ্বনিতে হর্ষধ্বনি ওঠে।
অষ্টাদশী যুবক বসে দেশ গড়ার মঠে।
"জানালা দিয়ে দেখলাম বেশ কিছু সাদা শার্ট প্যান্ট পরা কলেজ ছাত্রের লাশ রাস্তায়। ওরা অভিনয় করছে না সত্যি বুঝতে পারলাম না। সত্যি হলে ভাবছি এই ছেলেরা কতটা আন্তরিক যে এভাবে অকাতরে প্রাণ দিতে চলে আসে "! দুই বছর আগে এই স্বপ্ন আমি দেখেছিলাম। স্বপ্নেও সত্য মিথ্যা নিয়ে সন্দেহ জেগেছিলো। কি আশ্চর্য ! এই ব্লগেই 'একটি দুঃস্বপ্ন' নামে সেটা পোস্ট করেছিলাম। সম্পূর্ণ স্বপ্নটা আরও বড়। এর তাবিরও দিয়েছিলাম পরের দিন। ।
একটি দুঃস্বপ্ন
স্বপ্নের তাবির
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯