লোকটা যখন পার্টিকে ভালোবাসতো, কখনো উপরের সারিতে উঠতে পারেনি।
লোকটা যখন পার্টির চেয়ে নিজেকেই বেশি ভালবাসতে শুরু করলো-
খুব দ্রুত 'জনপ্রিয়' হয়ে উঠলো।
লোকটা যখন হঠাৎ করে দেশকে ভালবাসতে শুরু করলো-
জনপ্রিয়তায় ধ্বস নামতে শুরু করলো।
লোকটা যখন দেশকে পার্টির চেয়ে বেশি ভালবাসতে শুরু করলো-
বার্ধক্যের অভিযোগে বহিষ্কৃত হলো দল থেকে...
আর যখন দেশের জন্য সব কিছু ত্যাগ করতে চাইলো-
সন্ধ্যার আঁধারে নৃশংসভাবে খুন হলো জনৈক আততায়ীর হাতে
যাকে সে নিজ হাতে পার্টিকে ভালবাসতে শিখিয়েছিল একদিন।
আসুন, লোকটার পরলৌকিক জীবনের শান্তি কামনা করি!
(বি.দ্র. : বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যাক্তির সাথে এই কবিতার দূরতম সম্পর্কও নেই, মাইরি বলছি!)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১২ রাত ১:১০