জীবন ঘরে অগ্নিদাহ, পুড়ছে সবি-
স্মৃতির পাতা ভুলের খাতা তোমার ছবি,
স্বপ্নপোড়া উড়ছে ধোঁয়া আকাশটাতে,
বিবেক পুড়ে ছাই জুটেছে ভাতের পাতে ।
আনন্দ কি দুঃখব্যাথা রয় না বাদ
পুড়ছে মন, বৃন্দাবন, বাঁচার সাধ।
চাঁদের বুড়ি ফুলের কুড়ি কিছুই নাই,
দুই-দুয়ারী মেঘের বাড়ি হয়েছে ছাই।
চোখ পুড়েছে ছাই হয়েছে চোখের নদী,
যেটুকু পথ দিলাম পাড়ি আজ অবধি...
পুড়ছে পুড়ুক বিশ্বভুবন যাক না জ্বলে,
দুঃখ শুধু তোমার ছবি পুড়লো বলে।
(২০১১)