মাঝে মাঝে হতাশার মতো হলুদ হয়ে আসা বিকেলগুলোয়
বিশ্ববিদ্যালয় থেকে এক নাম্বার গেট অব্দি অসহ্য সুন্দর রাস্তাটায়
আনমনে হেঁটে যেতে যেতে মনে হয়, বেঁচে থাকা খুব মন্দ কিছু না...
আর কিছুদিন বাঁচাই যায়... ...
মাঝে মাঝে অজস্র কাজের ভিড়ে আচমকা অবসরের
ধোঁয়া ওঠা চায়ের কাপ আর ধোঁয়াটে চিন্তার বেড়াজাল ছিঁড়ে
তোর মুখ খুব মনে পড়ে যায় জানিশ...এই অবেলায়...এখনো...
তোকে খুব দেখতে ইচ্ছে হয়।
মাঝে মাঝে পত্রিকার পাতা উল্টে রক্ত আর তিক্ততার বর্ণে আঁকা
রংচটা পাতাগুলোর অজস্র মিথ্যে আর নির্মম সত্যগুলো সইতে না পেরে
ইচ্ছে হয় সব ছেড়ে-ছুঁড়ে চলে যাই পৃথিবীর নির্জনতম কোন প্রান্তে
যেখানে সন্ধ্যার আঁধারে ঘরে ফেরার পথে ছোট্ট টলমলে কোন
শানবাঁধানো পুকুরে অর্ধেকটা চাঁদের ছায়া আর অর্ধেকটা তোর মুখচ্ছবি
আমায় দেখে স্মিত হাসবে শালুক ফুলের মতো মাথা দুলিয়ে কাছে ডাকবে
পৃথিবীকে আবার আমার ভালো লাগবে....
মাঝে মাঝে আশেপাশে অজস্র মানুষের মুখোশ পরা
নোংরা আবর্জনাখেকো কুকুর আর দাঁতাল শুয়োরদের ভীড়ে
নিজেকে মেরুদন্ডহীন দেখতে পাবার ভয়ে বিহ্বলতায় দৌড়ে ঘরে ফিরে
অন্ধকারে মুখ লুকাই...লজ্জা ঘৃণা আর নৈরাশ্যের প্রবল যন্ত্রণায় ইচ্ছে করে
নিজের বুক চিরে কলজেটা হাতে নিয়ে দেখি...কতটুকু অবশিষ্ট আছে...
হয়তো এই বোধটাই সভ্যতাকে ভেংচি কেটে বাঁচতে শেখায় আমাকে, হয়তো...
(২০১১)
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২২