স্বপ্ন স্বপ্ন করে অযথাই গুমরে মর তুমি
এক চিলতে স্বপ্নের জন্য চোখে দিনান্তের আকুলতা
প্রেম-কাম-ধন নয়, কেবল স্বপ্নই তোমার আরাধ্য
কঠোর সত্যের বজ্রাঘাতে নিঃশেষ তুমি, তোমার সর্বাঙ্গ...
রাত্রির নীরবতায় রক্ত ঝরায় তোমার দুঃস্বপ্নের আর্তচিৎকার
ঋতুচক্রে বসন্তের প্রত্যাবর্তন হয় কিন্তু আসে না তোমার স্বপ্ন
দীঘল রাত্রি এপাশ-ওপাশ, দু'হাতে চুল খামচে ছেঁড়া আর-
স্বপ্নক্ষুধায় ধুঁকতে থাকা তুমি বেঁচে থাকো তবু আজ কাল ও অনাদিকাল...
কোনও এক নিশুতি রাতে একটা সুখের স্বপ্ন দেখবে বলে
(২০০৭)
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৩