প্রতিদিনের ভাবনা
টিউশন শেষে প্রতি সন্ধ্যায় ওয়াসার মোড়ে দাঁড়াই
আর ভাবি-
এই জীবনে একটা ‘তুমি’র দেখা হয়তো পাবো একদিন,
কিন্তু তিন নম্বর বাসগুলো আমার অদৃষ্টে নেই...
চন্দ্রকথা
চাঁদের দিকে তাকিয়ে ছাইপাশ কত কী ভাবতাম আগে!
এখন-
শুধু অর্থকষ্ট হয়।
সমুদ্রপর্ব-১ : হিশেব
সমুদ্রে দীর্ঘস্নানে হৃদয়টা হাল্কা হয়,
প্রবালের অক্ষরে পায়ে ছোট ক্ষত রয়।
সমুদ্রপর্ব-২ : নারী
সবুজ শ্যাওলায় পিছলে পড়ে তোমার হলুদ মন
নারী তোমার পুরুষ নয় পাথর প্রয়োজন।
অপেক্ষা-১ : One For Sorrow, Two For Joy
একটা অন্যমনস্ক শালিক অনেকক্ষণ ধরেই
আমার ক’হাত সামনে ঘুরছে ইতস্ততঃ।
আমি বসে আছি এক দুঃসহ অপেক্ষায়-
তোমার নিবিড় স্পর্শে সুখী হবো বলে...
অপেক্ষা-২ : SMS
একটা তুচ্ছ প্রজাপতি আজ বিকেলে মন রাঙাতে যথেষ্ট ছিল-
তুমি না আসাতে ভালই হল
অনেক দামি এই সত্যটা অবশেষে জেনেই গেলাম।
বসন্ত
কিছু বসন্ত কবিতার খাতায় জমা রেখেছিলাম।
মাঝে মাঝে উল্টিয়ে দেখি-
যে গোলাপটা ঠিকঠাক ফুটেছিল সে আজো মলিন পাপড়ি মেলে আছে;
যে ছিল ছোট্ট কলি, সে আজো ফোটেনি জানিনা কেন... ... ...
বাজে কবিতা
পৃথিবীর সবচে’ বাজে কবিতাটি মাত্র লিখলাম
দু’শব্দে-
তোমাকে ভালবাসতাম।
দুঃখ
দুঃখের আবাদ করি।
আমি এক শ্রান্ত কৃষক।
বহুবর্ন এক ফুলকে নিরন্তর ভালবাসি।
জানি, কাস্তেটার শান বাড়ে এভাবেই...
(২০১০-১১)
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৪