শীত আসছে।
হিম হাওয়ায় বৈধব্যের সুর ভেসে আসে। পাতাগুলো
গাছ থেকে ঝরছে অঝোরে। কুয়াশার চাদরে
আদ্যোপান্ত ঘুমায় প্রকৃতি। মৃত নদীটির তীরে
একটি নিঃসঙ্গ শালিক রৌদ্রের অপেক্ষায় গুনে প্রহর।
কষ্টে ভরা জীবনগুলোকে কাঁপিয়ে আসছে শীত।
আমার ভেতরেও যেন শীত নেমে আসে।
স্মৃতিগুলো ঝরে পড়ে মর্মর ধ্বনি তুলে...
শীর্ণ নদীর মতো শুকিয়ে যায় আবেগ-ভালবাসা।
আর...
মানবিক অনুভূতির দেয়ালটা কাঁপে থর থর করে...
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৫