আপনি হিটলারের নিজস্ব রাজনৈতিক বাহিনী Waffen SS এর নাম শুনেছেন ??? যদি শুনে থাকেন তবে আপনি কি Handzar Muslim Division সম্পর্কে জানেন ??? Handzar Muslim Division হলো সেচ্চাসেবক বসনিয়ার নিপীড়িত মুসলিমদের নিয়ে গঠীত ডিভিশন । একে 13th Waffen Mountain Division of the SS Handschar বলা হতো , এরা মূলত পাহাড়ে যুদ্ধ করার জন্য ট্রেনিং প্রাপ্ত সৈনিক ।
হেনরিক হিমলার ছিলেন Waffen SS প্রধান , তিনি ব্যাক্তিগত ভাবে বিশ্বাস করতেন মুসলিমদের ইসলামের প্রতি আস্থা ও বিশ্বাস যে নির্ভীক সৈনিকে পড়িনত করে । এই চিন্তা থেকে হিমলার সিদ্ধান্ত নেয় মুসলিমদের তাদের সাইডে যুদ্ধ করানো সহজ হবে কারন নাৎসি ও মুসলিমদের একমাত্র শত্রু হচ্ছে ইহুদীরা । হিটলারের অনুমতি পেয়ে ১৯৪৩ সালের এপ্রিলে জেরুজালেমের বড় মুফতি মোহাম্মদ আমিন আল হুসাইনী কে আমন্ত্রন জানানো হয় Waffen SS এ মুসলিম ডিভিশন প্রতিষ্ঠার জন্য । তিনি মুসলিমদের সম্মত করতে সক্ষম হন এবং প্রায় ৩০ হাজার মুসলিম সৈনিক নিয়োগ করেন এর মধ্যে প্রায় ১৫ হাজার ছিলো বসনিয়ান মুসলিম। মোহাম্মদ আমিন আল হুসাইনী বার্লিনে মুসলিম ইউনিট পরিদর্শন করেন ১৯৪৩ সালের নভেম্বরে এবং বক্তব্যে বলেন “ এই ডিভিশনের একমাত্র কাজ হচ্ছে দেশ ও পরিবারের সদস্যদের রক্ষা করা এবং কোন অবস্থাই বসনিয়া পরিত্যাগ না করা “ । পরবর্তীতে এই ডিভিশন বিভিন্ন সফল অপারেশন পরিচালনা করে যা ছিলো সোভিয়েতদের বিরুদ্ধে
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২