দেখতে দেখতে গেলোগা ২০০৭। এইতো সেদিন মোটে শুরু হইছিলো বছরটা। কোনদিক দিয়া, কোন চিপায় পইড়া হটহাট, পটাপট কইরা ফুট্টুশ কইরা দেহি নতুন বছরের দ্বিতীয় দিনে আইসা খাড়াইয়া গেছি। ভাবছিলাম একটা সালতামামি লেখুম। তো বইলাম খাতা কলম লইয়া। এক্কারে হালখাতা কইরাই উঠুম। পুরান খাতা বাদ, হিসাব কিতাব সব বাদ, নতুন খাতা খুলুম, উইথ নয়া হিসাব। এই বছর ভালা হইয়া যামু, নো মোরে টাংকিবাজী।
উম্মা, লেখতে গিয়া দেহি মাথায় কিছুই আহে না। এদিকে থাবড়াই, ঐদিকে বাইড়াই মাথায় ব্যাথা লাগে বাইড়ানির চোটে, কুক কইরা উঠি মাগার সালতামামির রসদ আর বাইর হয় না। ভাবলাম ইট্টু রিল্যাক্স করি।
পয়লা দেখলাম : এইটা
দেইখা মনে হইলো আরিব্বাস। চাল্লু জিনিষতো। থুইয়া দিলাম হালখাতার চিন্তা। বাইর করলাম এইটা:
দেইখা তো আমি রাপু খাপাং। আব্বে হালায়, ভালো হয় কোন বেকুব?
রসিক মনের জ্বালা, ঐ লাল কামিজওলী,
দিলে বড় জ্বালা রে ওড়নাওলী।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৪