হাজারদুয়ারী- ঐতিহ্যের সঙ্গে আগামীর যোগসূত্র নির্মানের অভিপ্রায়ে একের পর এক পদক্ষেপ ফেলে চলেছে।
হাজারদুয়ারীর জুন সংখ্যার জন্য লেখা আহবানের দায়িত্বটুকু জানান দেওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রথম সারির দৈনিকে হাজারদুয়ারীর ডট কম নিয়ে প্রকাশিত একটি রিভিউয়ের লিংকও রেখে দিচ্ছি।
যদিও প্রকাশিত প্রতিবেদনটি এবং 'সম্পাদনা কাঁচির' নিচে পড়া মূল লেখাটির পার্থক্য বিস্তর তথাপি দৈনিক পত্রিকাটিতে প্রতিবেদনটির ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে অশংখ্য ধন্যবাদ।
প্রতিবেদনটির মূল লেখক হাজারদুয়ারীর একজন অন্যতম প্রধান পৃষ্ঠপোষক এবং এই ব্লগের খুবই পরিচিত ও প্রিয় মুখ।
প্রতিবেদনটি দুবার ছাপা হলেও একটা এখানে উললেখ করলাম ।
হাজারদুয়ারী পড়ুন এবং এই সংখ্যার জন্য লেখা পাঠান। আপনার লেখা নিয়েই ভরে উঠুক হাজারদুয়ারীর প্রতিটি পাতা।
ছড়িয়ে পড়ুক আপনার নিজস্ব ভাবনার কথা সর্বত্র। অনুরণিত হোক আপনার কথা অন্যের মুখে।
লিখুন এখানে : hajarduari AT gmail DOT com
পরিব্রাউজ করুন : http://hajarduari.com/unicode
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:১২