বোকা মেয়ের পক্ষ থেকে সবার জন্যে নতুন বছরের শুভেচ্ছা!!!
এ উপলক্ষ্যে ২বছর আগের একটা স্মৃতি মনে পড়ে গেলো।
সে বছর বাংলা নববর্ষের ২/৩ দিন আগেই ছিল আমার ১ম বর্ষের প্রাকটিকাল পরীক্ষা।সারাদিন ল্যাবে কাটিয়ে বিকাল চারটার সময় চরম মেজাজ খারাপ নিয়ে ক্যান্টিনে বসে আছি।মন বলছে আজ আর ভাইভা দেয়া অন্তত আমার কপালে হবে না।কাল আবার আসতে হবে.. ..
সেই যাই হোক,ক্যান্টিনে বসেই এই জীবনে শোনা অন্যতম মজার কথপোকথনটা শোনার ভাগ্য হলো আমার।
দুই বান্ধবী একরাশ শপিং করে ফিরেছে।পহেলা বৈশাখ উপল্েয শপিং। গরম চায়ে চুমুক দিতে দিতে একজন অপরজনকে প্রশ্ন করছে-“দোস্ত,পহেলা বৈশাখটা যেন কবে?”
অপর জনের তড়িং জবাব-“গাধা হয়ে যাচ্ছিস নাকি?চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ!”
আমি জোকস ঠিকমত বলতে পারিনা,তাই এটাও বলতে পারলাম না।তবে এটা জোকস নয়,আমার জীবনের কাহিনী।গত দুবছরে ব্যাপারটা নিয়ে অনেক হাসি-তামাশা করেছি আমি।যতদূর মনে পড়ছে “ক্রিটিক” এ বিরাট একটা লেখাও লিখেছিলাম।আমার এক বন্ধু মানুষ একটা কার্টুনও ছাপিয়েছিল কোন এক ফান ম্যাগাজিনে.. ..
সে যাই হোক,আসল ব্যাপারটা হলো পহেলা বৈশাখ এলেই ঘটনাটা আমার মনে পড়বেই পড়বে।আজ আবার মনে পড়লো,তাই ব্লগার বন্ধুদেরকে বললাম।
ভালো থাকুন সকলে।ভীষণ ভীষণ শূভ হোক সবার আগামী বছরটি।সাফল্য আর সমৃদ্ধিতে ভরে উঠুক জীবনের আঙিনা।
এই কামনায়.. ...
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৪