অবশেষে এই বোকা মেয়ের আজ আবার মনে পড়ছে.. ..
মনে পড়ছে তোমার কথা!!
জীবনে না জানি কত মানুষ আসে আমাদের জীবনে,না জানি কত মানুষের সাথে পরিচয় হয়।তাদের মাঝে কেউ কেউ হয়ে যায় খুব খুব আপন।কেউ হয় কাছের মানুষ,কেউ হয় প্রিয় বন্ধু,আবার কারও কারও সাথে কখনোই গড়ে ওঠে না কোনো বন্ধন।
কত মানুষই তো আসে আমাদের জীবনে.. ..
কেউ হয় একদম সঠিক মানুষটা,আবার কেউ হয় পুরোপুরি ভুল!!
কিন্তু কখনও কখনও বুঝি এমনও হয়.. . কোনো এক ভুল মানুষকে মনে হয় একদম ঠিক একজন মানুষ।অনেকটা কষ্ট সামনে অপো করে আছে জানার পরেও মন তাকে অস্বীকার করে না।করতে পারে না।
যেন জোর করে মন প্রমান করতে চায় সেই ভুল মানুষটিকে নিজের জীবনের জন্যে একজন সঠিকতম মানুষ হিসেবে।
আজকাল ভাবি.. ..
তুমি তো আমার জন্যে ভুল মানুষই ছিলে।তবে কেন তোমার কথা মনে পড়ে আমার অর্হনিশ? তোমাকে মনে করবো না করবো না করেও কেন দিনটা সন্ধ্যার বুকে হেলে পড়তেই আবার ভাবি তোমাকে?সারাটা দিনে চরম ব্যস্ততার মাঝেও কেন হতভাগা,নির্লজ্জ মন আমার ঠিকই সময় বের করে নেয় তোমাকে ভাবতে?
কেন তোমার মত একটা ভুল মানুষের জন্যে হৃদয় পোড়ে এই বোকা মেয়ের?
সত্যি.. ..তুমি ঠিকই বলতে!
আমার মত খারাপ মেয়ে,আমার মত নির্লজ্জ মানুষ দুনিয়াতে বুঝি খুব কম আছে। অন্য নারীর একান্ত পুরুষের জন্যে হৃদয়ে দহন হয় আমার,পৃথিবীর কুৎসিত তম শব্দটা সে আমাকে উপহার দেয়ার পরেও মনে করি সেই ভুল মানুষকেই.. ..বারবার ঘষে ঘষে ধুলেও মনের শরীর থেকে যে ওঠে না সেই স্মৃতির দাগ!!
সত্যি আমি বড় বেশী খারাপ!!
কেননা একজন ভুল মানুষের অস্তিত্বের অনুভব প্রতিদিন পোড়ায় আমাকে। কেননা এত কিছুর পরেও আমার তাকে মনে হয় না কোনো ভুল মানুষ!!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৩