ছোট বেলা থেকেই আমি এডভেঞ্চার প্রিয়। বড় কিছু করার সাধ ছিল। তাই ঠিক করলাম প্রথম ব্লগার হিসাবে এভারেস্ট জয় করব।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ ছোট বেলা থেকেই আমি বাটপার। বড় হয়ে বাটপারি বেড়ে গেল। তাই সব চেয়ে বড় বাটপারির প্লান করলাম।)
টাকা পয়সার ব্যাপার আছে, সাথে মিডিয়া কভারেজও লাগবে। তাই ছুটে গেলাম দেশে বড় বাংলা পত্রিকা দৈনিক আকাশের তারা ও ইংরেজি পত্রিকা The daily First Light এর কাছে। সব ব্যবস্থা হয়েও গেল।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ রতনে রতন চিনে আর বাটপারে চিনে বড় বাটপার।)
যাত্রা শুরু হয়ে গেল।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ বাটপারি শুরু হয়ে গেল।)
এখন আমি নেপালের পথে।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ ল্যাপটপ নিয়া বসলাম।)
অনেক আগডুম বাগডুম ঘোড়াডুম করে এখন আমি এক নম্বর বেস ক্যাম্পে।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ ফটোশপ ওপেন করালাম।)
অনেক ঝড় ঝাপটা উপেক্ষা করে বেস ক্যাম্প দুইয়ে আসলাম।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ গুগল করে জুতসই ছবি বের করলাম।)
শেষ পর্যন্ত বেস ক্যাম্প তিনে আসলাম। এরপর এভারেস্টের চুড়ায়।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ সফলতার সাথে ফটোশপড শেষ করলাম।)
এবার সামিটের পালা।
(পাবলিক মিসইন্টারপ্রিটেশনঃ ছবি ফেসবুকে পোস্ট করলাম)
পোস্টের সকল বিষয়বস্তু কাল্পনিক, বাস্তবতার সাথে কুন মিল নাইক্কা।
ছবিঃ গুগল মামু।