মেলার মাঝামাঝি এসে পেলাম পুলিশ মামুদের একটি স্টল। মুক্তিযুদ্ধের সময় রাজারবাগের প্রথম প্রতিরোধের বই চাইতে একজনের বই বের করে দিয়ে জানাল একজন ঊর্ধ্বতম কর্মকর্তার বই। আমি বললাম এই নামে একজন লেখক আছে যিনি বিরক্তিকর সাইন্স ফিকশন লেখেন ।স্টলের পুলিশ কর্মকর্তা বললেন উনিই তিনি।
( আমরা খুব তারাতারি ভাগলুম )
আর এক জায়গায় দেখা হল এক বই ফেরিওয়ালার সাথে ( আধুনিক ডেস্টিনি টাইপের) । বললেন
বলল স্যার আমি ৮০% ডিসকাউন্টে বই দেই । আমি বললাম ১০০% যখন দিবেন । আমারে বইলেন। তিনি রকেট গতিতে প্রস্থান করলেন।
মূল ফটকের বাইরে
বই মেলার মূল ফটক - আহামরি কিছু নয়
ভাষাকে যারা সমৃদ্ধ করেছেন
ব্যাতিক্রমি / দৃষ্টি নন্দন কিছু স্টল ।
পুরাটাই বাশের
রোম যখন পুড়ছে নিরো তখন বই পড়ছে
মেলার কেন্দ্র বিন্দু- ছবি তোলার হিড়িক
বরাবরই শৈল্পিক ।
ভয়ংকর !!
আরও কয়েকটি ছবি লোড করলে পূর্ণ তৃপ্তি পেতাম কিন্তু নেটের অবস্থা বেহাল । পড়ে হয়ত আপলোড করব ।
কাল আবার বই মেলা যাব । তবে এবার আর বেশি ঘুরতে হবে না । কারন পুরো মানচিত্র এখন মাথায়।!!!!