সম্পর্কে:
১।
স্বামী-স্ত্রী কখনো বন্ধু হতে পারে না।
সব কিছু সব সময় শেয়ার করা যায় না,
২।
মা বাবার চেয়ে আপন কেউ নাই।
believe me its not a lie.
৩।
শশুর শাশুরি কখনো বাবা মা হতে পারে না
জামাই বউ কোন দিন সন্তান হতে পারে না।
চাকরি ক্ষেত্রে:
১। মালিক:
চারদিকে সবগুলোই চোর।
টাইট না দিলে দিবে দৌড়।
২। বস:
এই অফিসের ভিতর সব কটাই ফাকিবাজ।
মালিকের কিছু বুঝে না পারে না কোন কাজ।
আমি না থাকলে এরা যে কোথায় দাড়াতো আজ।
৩। অন্যান্যরা
অপদার্থ বসরা খালি অর্ডার করে যায়।
একবার যদি বসতো আমার জায়গায়
তাহলে বসরা বুঝতে ঠেলা কারে কয়।
৪। সহকর্মীর চোখে সহকর্মীরা:
সব শালারা দেয় ফাকি আড্ডাবাজি করে
এক ঘন্টার কাজ সারাদিন বসে করে।
৫। কর্মচারিদের চোখে:
দুই পাতা পরে সব ফালাইছে উল্টায়া।
এক গ্লাস পানিও দিতে হয় মুখে তুলিয়া
বেতন পায় ওনারা পকেট ভরিয়া।
ব্যাবসায়:
১।
সবার উপরে প্রফিট সত্য তাহার উপরে নাই।
২।
আমরা সবাই জাত ভাই,
সিন্ডিকেট করে দাম বাড়াই।
৩।
পকেটের মধ্যে আছে টাকা, সব দল আরো আছে আইন,
এসব নিয়ে কাটছে দিন আছি আমরা আছি ফাইন।
রাজনীতিতে:
১। সরকারি দল
গড়ো গড়ো দেশ গড়ো
একই সাথে ব্যাংক ব্যালেন্স গড়ো।
২। বিরোধী দল
জ্বালো জ্বালো আগুন জ্বলো
সরকার খ্রাপ আমরা ভালো।
রাজাকার:
১।
কয়লা ধুলেও ময়লা যায় না,
রাজাকার কোন দিন ভালো হয় না।
২।
জন্মই যাদের পাপ,
পাকিস্তানে তাদের বাপ।
মিডিয়ায়
১।
চান্সের জন্য কম্প্রোমাইজ কর দেও টাকা বা দেহ,
সবই হবে মিচুয়ালি জানতে পারবে না কেহ।
ব্লগে
১। মডু :
ক্যাচাল পোষ্ট আসলে বড়ই পাই মজা
উল্টাপাল্টা কমেন্ট পাইলে তারে দেই সাজা।
২। নাস্তিক :
আমরাই জ্ঞানীগুনি, আস্তিকরা মুর্খ
যুক্তিতে পারে না, হুদাই করে তর্ক।
৩। আস্তিক:
হায় নাস্তিকরা কি না লেখে নাউযুবিল্লাহ
আখিরাতে হবে শাস্তি, দিবেন মহান আল্লাহ।
সব কিছুরই ব্যাতিক্রম হয়
ব্যাতিক্রম উদাহরন নয়।