অনেকদিন আগে আমি একটা অন্যরকম ওয়েবসাইটের খোঁজ পাই।
তখন আমার আই.টি. কোর্সওয়ার্কের বিষয় ছিল পোষা প্রাণীর দোকানের জন্য ওয়েবসাইট, ডাটাবেইজ, অ্যাডের অ্যানিমেটেড ব্যানার ইত্যাদি তৈরি করা।
এসব নিয়ে রিসার্চ করতে করতে আমি “আহত প্রাণীদের জন্য অর্থসাহায্যের আহবান” নামের ঐ ওয়েবসাইটটা খুঁজে পাই।
ওয়েবসাইটটা ভর্তি ছিল মর্মান্তিক ও বীভৎস সব ছবি।
যেমন একটা পা নেই এমন কুকুরের ছবি।
পেটকাটা কয়েকটা বেড়ালের ছবি।
কিন্তু ছবিগুলোর সাথে ক্রমে ক্রমে প্রাণীগুলোর চিকিৎসা পাওয়ার পর সুস্থ হয়ে ওঠার ছবিও দেয়া ছিল।
দেখে বোঝা যাচ্ছিল তারা বেশ ভালোই ডোনেশন পাচ্ছিল। আর সেই টাকা তারা আধুনিক বিশ্বের মত চিকিৎসাতেই খরচ করছিল।
এই পশুপাখিগুলোর জন্যে মায়া করার লোক যে এখনো আছে দেখে খুশি হলাম। আরো খুশি হলাম সুস্থ ও প্রাণবন্ত সেই সব ছোট্ট প্রাণীদেরকে দেখে।
"জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।"
(গল্পটি ইন্টারনেটে বহুল প্রচারিত জাপানি গল্প থেকে অনূদিত।)
গল্পের আসল ব্যাপারটি ধরতে পেরেছেন?
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪