অনির্বাচিত অনন্য অসীমে নিভৃত্যে বিচরণ,
চোখের দ্রোহে হে মৃত্যু তোমাকে অতৃপ্ত আলিঙ্গন।
যাই তবে বললে সময়কে নোনা শোক-সন্তাপ,
হে মৃত্যু নিপাত যাও বিবর্ণ মেঘে কেন তুমি নিষ্পাপ?
সবুজাভ গল্প আর ডাকবে না জানি,
মোহনায় অস্তমিত আজ সাগরিকার গ্লানি।
থাকো নিঃসঙ্গ, থাকো পথশূন্য, থাকো গোপন,
ভালোবাসি হে মৃত্যু তোমাকে অন্তিম চুম্বন!
-- তানভীর আহমেদ
উৎসর্গ- ব্লগার ইমন জুবায়ের ভাই, বলতে পারিনি কত ভালোবাসেছিলাম আপনার লেখা, আপনার নির্লিপ্ততা।