.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
মহান আল্লাহ্র প্রতি ভালবাসার নিদর্শন। "আল্লাহ্ তা'আলার বানীঃ (আপনি বলে দিন) যদি তোমরা আল্লাহ্কে সত্যি ভালোবেসে থাক, তা'হলে তোমরা আমার অনুসরন কর। তা'হলে আল্লাহ্ও তোমাদের ভালোবাসবেন।"(বোখারী শরিফ - হাদিস নং ২৫২৮)
নবী(সঃ) বলেনঃ মানুষ যাকে ভালোবাসবে তারই সঙ্গি হবে।।(বোখারী শরিফ - হাদিস নং ৫৭৩৭)
"একব্যক্তি রাসূল(সঃ)-এর নিকট এসে জিজ্ঞাসা করল ঃ ইয়া রাসূলাল্লাহ্! এমন ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন, যে ব্যক্তি কোন দলকে ভালোবাসে, কিন্তু তাদের সমান হতে পারেনি। তিনি বল্লেনঃ মানুষ যাকে ভালোবাসে সে তারই সঙ্গি হবে।" ।(বোখারী শরিফ - হাদিস নং ৫৭৩৮)
"নবী(সঃ) কে জিজ্ঞাসা করা হলো ঃ কোনব্যক্তি একদলকে ভালোবাসে কিন্তু তাদের সমকক্ষ হতে পারেনি। তিনি বললেন ঃ মানুষ যাকে ভালোবাসে, সে তারই সঙ্গি হবে।" ।(বোখারী শরিফ - হাদিস নং ৫৭৩৯)
"একব্যক্তি নবী(সঃ) কে জিজ্ঞাসা করল ঃ ইয়া রাসূলাল্লাহ্! কিয়ামত কবে হবে? তিনি তাকে জিজ্ঞাসা করলেন ঃ তুমি এর জন্য, কি যোগার করেছ? সে বলল ঃ আমি এর জন্য তো বেশি কিছু সালাত, সওম ও সাদাকা আদায় করতে পারিনি। কিন্তু আমি আল্লাহ্ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তিনি বললেন ঃ তুমি যাকে ভালোবাসো তারই সঙ্গি হবে।" ।(বোখারী শরিফ - হাদিস নং ৫৭৮০)