পীর পূজা করে যদি কাফের হতে হয়,
তো সে কাফেরি সনদ দিয়ে দাও আমারে,
পীর পূজা করেই যদি কাফের ফতোয়া না পাই,
তবে কেমন পূজারি আমি সংসারে।।
পীর পূজা করে যদি কাফের হতে হয়,
তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে,
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কি করে?
পীর পূজা যদি হয় হউক শেরেকী,
জেনে নাও আমি পীর পুজারী।
এ শেরেকী জিন্দেগি আমার,
এ শেরেকী বন্দেগি আমার।
এ শেরেকী ধর্ম শুধু মোর,
বাসনা যে এল মোর চিরতরে।
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কি করে।
গুরু বিনা কোন এবাদতের,
নেই প্রয়োজন এজীবনে তে।
পরোয়া করি না দুযখের ভয়,
গুরু যদি মোর থাকে সাথে।
তুচ্ছ বেহেস্ত থাক পড়ে থাক,
চাই না ওখানে ভুলেও যেতে।
আমি চাই আমার গুরুর কদম,
তার গোলাম হতে চাই চিরতরে।
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কি করে।
পীর পূজা করে যদি কাফের হতে হয়,
তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে।
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কেমনে।
সূরা মোজ্জাম্মেলে স্বয়ং খোদা কয়,
ফাত্তাখেযু ওয়াকিলা দেখ রয়।
মানে হাকিমের কাছে যেতে চাও?
শক্ত হাতে উকিল ধরে নাও।
এবং আরও কাহাফ সূরায়,
বলে বদনসি বিতারা এ ধরায়।
ওলিয়ে মোর্শেদ যে নাহি পায়,
বৃথা সাধন ভজন সংসারে।
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কি করে।
পীর পূজা করে যদি কাফের হতে হয়,
তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে,
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কেমনে।
পাথর সুড়কি বালু দিয়ে যে কাবা গড়া,
বৃথা নয় কি তারে সেজদা করা?
পাথরের কি এতই শক্তি,
চুমা দিলে তারে পাবে মুক্তি?
কাবায় খলিলে যদি খোদা পেত,
রসূল হেরাগুহায় না যেত।
হেরাগুহা কাবার উর্ধে নিশ্চই,
নইলে গুহায় গেলেন কেন কাবা ছেড়ে।
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কি করে।
পীর পূজা করে যদি কাফের হতে হয়,
তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে।
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কি করে।
খালাক্ব আদম আলা ছুরাতিহি,
আরও দেখনা ফেখতুহেমিল্লুহি।
আমাকে পেতে হলে উছিলা ধর,
কোরানপাকে তাই বলেন এলাহি।
মোমিনের কাল্বব আমার আরশ,
মোমিনের দিল কাবায়ে হুজরি।
তাই জেন্ত দিল কাবাকে সেজদা করি,
সেজদা করি আমি নত শিরে।
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কি করে।
পীর পূজা করে যদি কাফের হতে হয়,
তো সে কাফেরী সনদ দিয়ে দাও আমারে।
গুরু প্রেমে যদি কাফের ফতোয়া না পাই,
পীর পূজারি হবো কি করে।
যার পীর নাই তার পীর হলো শয়তান,
খাজায় খাজেগান কালামে ফরমান।
উছিলা ছাড়া যদি খোদা না পাওয়া যায়,
যদি হাজার এবাদত খোদা না সাড়া দেয়।
তবে খোদার উর্ধে গুরু মহসিনে তাই কয়,
গুরু তোমার পুজারি বানাও আমারে।
পীর পূজা করে যদি কাফের হতে হয়,
তো সে কাফেরি সনদ দিয়ে দাও আমারে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৪৬