প্রিয়তম প্রিয়তম প্রিয়তম আমার হৃৎপিণ্ডে
নির্মল জোছনায় প্রাণ জুড়ানো হিম শীতল পরশে।
প্রিয়তম আমার জ্বলা সত্তায় আবারো
বলছি প্রিয়তম আমার অস্তিত্ব জাগানো প্রিয়তম।
নির্মল জোছনায় প্রাণ জুড়ানো হিম শীতল পরশে একেবারে
হৃৎপিণ্ডের ভেতরে সুরেলা ধ্বনিতে।
দীর্ঘ সবুজ পাইনের বনে আমার প্রিয়তম সে
তুমি অনুরণন জাগানো বিলসিত রৌদ্র শাদা
পাইনের বনে অরুণিমায়
প্রিয়তম ঘোষণা করছি শূন্যে এ এক
শূন্যে ছুঁড়ে দেওয়া দশ লক্ষ বিষণ্ণতা।
তোমার জীবন পরশ পাথর!
হাত দুটি ফুল অার চোখ দুটি আমারই প্রতিবিম্ব!
সত্তা—
জীবন কি এক নিঃসঙ্গ ব্রোথেল?
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ ভোর ৫:০৮