একটি অন্যতম প্রিয় গান দিয়ে শুরু করি...
"মানুষ ভজলে সোনার মানুষ হবি"
-লালন সাঁই
মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছাড়া ক্ষ্যাপা রে তুই মূল হারাবি।।
এই মানুষে মানুষ গাঁথা
গাছে যেমন আলেকলতা
জেনে শুনে মুড়াও মাথা
ও মন যাতে তরবি।।
দ্বিদলের মৃণালে
সোনার মানুষ উজলে
মানুষ-গুরু নিষ্ঠা হলে
তবে জানতে পাবি।।
এই মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্য কার
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি
মূল পোস্ট-
■ কবির চৌধুরী
★★★"লালন"-পোস্ট সংকলন ■■
■ প্রবাসী পাঠক
♣♣♣সামহোয়্যার ইন ব্লগ সংকলন পোস্টের সংকলন♣♣♣
■অস্পিসাস প্রেইস
♣somewhereinblog"সংকলন পোস্ট সমগ্র।।৮৮ জন ব্লগারের ১৫,০০০ লিন্কস ♣♣♣
"লালনসমগ্র"
পরিচিতিমূলক পোস্ট:
---------------------------------------
■ ফকির লালন শাহ-অচিন পাখি আর সেই অচিন মানুষ
■ছোটদের লালন পর্ব-২
■ লালন এর তিনজন গুরু - ইমন জুবায়ের
❑ একদিন লালন -ইমন জুবায়ের
❑ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাউল লালন ফকির-কবীর হুমায়ূন
❑ লালন-এর মহৎ উদ্বেগ -ইমন জুবায়ের
❑রবীর উপর বাউলের প্রভাব-
কবীর হুমায়ূন
❑ লালনের গানের অর্থ: আসল লালনকে ধরতে
❑উনিশ শতকের গান; একুশ শতকের প্রত্যয় ...- ইমন জুবায়ের
❑ হেয়াল ফন্ডিতে কয়...
❑ফ্রান্সে লালন শাহের ভাস্কর্য নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে -ইমন জুবায়ের
❑লালন ও জেনোফোনেস -ইমন জুবায়ের
❑লালনের এথিকস -ইমন জুবায়ের
❑লালনের সমাজভাবনা -ইমন জুবায়ের
❑‘আত্বতত্ত্ব জানে যাঁরা, শাঁইর নিগূঢ় লীলা দেখছে তাঁরা।’ -ইমন জুবায়ের
❑মার্কসবাদের ইতিহাস পড়তে পড়তে অনিবার্যভাবেই আমার লালনের কথা মনে পড়ে গেল -ইমন জুবায়ের
❑যে ফুলে নবীর জন্ম হয়: লালনের কল্পনাশক্তির এক অনন্য দৃষ্টান্ত -ইমন জুবায়ের
❑সুদীপ্ত চট্টোপাধ্যায়: একজন লালনঅনুবাদক। -ইমন জুবায়ের
❑তানভীর মোকাম্মেল-এর ‘অচিন পাখি’ -ইমন জুবায়ের
❑লালন ফকিরঃ সহজ মানুষের সাধক
❑লালনের ধর্ম
❑লালনের ধর্ম এবঙ ধর্মে লালন: মানব ধর্মের সন্ধানে! -সমাজতাত্তি¡ক-রাজনৈতিক বিশেষণ
লালনগীতির বয়ান ও বিশ্লেষণ:
❑লালন ফকিরের গান নিয়ে সাদাসিধে কথা
❑লালন ফকিরের গান নিয়ে সাধাসিধে কথা
❑লালনের গান - ১
❑লালনের গান-২
❑লালনের গানের অর্থ: আসল লালনকে ধরতে
❑বাউল সম্রাট লালন শাহ: এক কালোত্তর প্রতিভা
❑লালনের একটি এসোটেরিক গান
❑গান ও বয়ান: লালনসংগীত ... এক অজানা মানুষ ফিরছে দেশে
❑পাওলো কোয়েলো ও লালন ....
❑লালনের গানের ছন্দবিচারে ভুলের হদিস
❑লালন একবার বলেছিলেন: এ দেশেতে এই সুখ হলো/ আবার কোথা যাই না জানি ...
❑সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে? লালনের এই গানটি খুঁজে পেলাম।
❑লালনের দোহাই
❑চাঁদের গায়ে চাঁদ লেগেছে: লালনের দুর্বোধ্যতম একটি গান।
❑যেখানে সাঁইর বারামখানা: লালনের একটি গানের ব্যাখ্যা।
❑লালনের একটি গান
❑ ইমন জুবায়েরlalongeeti.com
❑http://www.lalongeeti.com/blog/
❑
❑
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪