আমি হয়তো হারিয়ে যাবো নীল সমুদ্রের মাঝে,
যেখানে অসংখ্য কীট অপেক্ষা করছে আমাকে খুবলে খাবার জন্য।
হয়তো যখন গভীর থেকে গভীরে তলিয়ে যেতে থাকবো
গভীর জলের জীবাশ্ব গুলো আমার ঝকঝকে হাড়ের সাথে
বিক্রিয়া ঘটিয়ে মুহুর্তে পাউডার বানিয়ে দেবে !
এরপর তারও গভীর এ থাকা ক্ষুধার্থ চিংড়ি গুলো অজ্ঞাত সারেই
আমার সেই হারের গুড়ো গুলোকে খেয়ে আমার প্রাণের অংশ হয়ে রবে।
এক আমি তখন রয়ে যাবো হাজারো প্রাণের মাঝে...
২৫-নভেম্বর-২০১৯, ১১ই,অগ্রাহায়ণ,১৪২৬, রাত্র ৮ঃ০০ ঘটিকা