আজকে ২৩ অক্টোবর, বাংলায় লেখার আরেকটি প্লাটফর্ম "প্রথম আলো ব্লগ" -এর জন্মদিন আজ। হাঁটি হাঁটি পা পা করে দুইবছর শেষ করে তিনবছরে পা দিলো প্রথম আলো ব্লগ।এই ব্লগের অনিয়মিত নতুন একজন ব্লগার হিসেবে আমার আনন্দও কম নয় প্রথম আলো ব্লগের এই অর্জনে।এই আজ আমি ব্লগিং করছি,লিখছি কিংবা সামান্যতম যা বলতে পারছি সে জন্য প্রথম আলো ব্লগের কাছে আমার আজীবন ঋণ।
সময় ও লিখবার দৈন্যতার কারণে লিখা না হলেও সব সময় ঐ খানের সম্মানিত ব্লগারদের লিখাগুলো দেখি ও পড়ি।জানবার, শিখবার ও আনন্দের অনেক অনেক উপাদানের সমাহার রয়েছে ঐ প্রিয় ব্লগটিতে। আমার মতে,এখন পর্যন্ত,দেশের অন্য যেকোন ব্লগ এর মত প্রথম আলো ব্লগ পত্রিকাটির মতই জনপ্রিয়,সাবলীল ও সুন্দর! অনেক অসাধারণ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে সেখানে এবং আমরা সবাই এক পরিবারের মত।দ্বিমত আছে এবং মেনে না নেয়ার মত অনেক কিছু আছে ও থাকবে।সেসব ব্যাক্তিগত।কিন্তু সেসব ছাপিয়ে একটি পরিচ্ছন্ন লেখার প্লাটফর্ম হিসেবে প্রথম আলো ব্লগ অবশ্যই একটি দৃষ্টান্ত।প্রথম আলো ব্লগ বর্তমান সময়ে বাংলা ব্লগের প্রতিষ্ঠিত নাম।
সত্যি কথা বলতে গেলে, ব্লগ জগতে একজন নতুন হিসেবে ঐ ব্লগে আমার অনেক অনেক স্মৃতি জমে গেছে।
অনেক ঝড়,চড়াই-উতরাই পেরিয়ে প্রথম আলো ব্লগ আজ তিন বছরে পড়ে গ্যালো।ভাবতে ভালোই লাগে।আশা করি আগামী দিনগুলোতেও প্রথম আলো ব্লগে সবাই লিখে যাবে অদম্য হয়ে।শোভ হোক প্রথম আলো ব্লগের ভবিষ্যত।সকল ব্লগ হয়ে উঠুক বাঙালি সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম প্লাটফর্ম।ব্লগ হোক বন্ধুত্বের,বিনোদনের,সুস্থ ও সুন্দরের চর্চার বিনিময়ের,জ্ঞানঅর্জনের..
শুভ ব্লগিং।
শুভ জন্মদিন প্রথম আলো ব্লগ।প্রথম আলো ব্লগের সাথে জড়িত ব্লগ সংশ্লিষ্ট সবার জন্য শুভ কামনা।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:২৭