শূন্যতা তোমার কোনো রঙ নেই কেন?
কেন তুমি বর্ণহীন?
কি বিচিত্র কি মলিনতা তোমার!
কি অপরিসীম ব্যথা তোমার গায়ে,
এক পৃথিবী ভার তোমার শরীরে ??
যে বহন করেছে তোমাকে সে জানে,
সে পথিক জানে।
বর্ণীল হও শূন্যতা! গায়ে রঙ মাখো!
লাল নীল যেকোনো,
জেনে যাক দুষ্ট গ্রহ -
যত দুঃখ ধারণ করেছে মানব ,
তার অর্ধেক জুড়ে ছিল শূন্যতা।
পৃথিবী নামক গ্রহ জেনে যাক
আজ-
নিঃসঙ্গ মানুষের শরীর জুড়ে
কতটা মানুষ,কতটা শূন্যতা!
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৮