গাঁড় সন্ধ্যায় যখন জ্বলেনা আলো,
মহাজাগতিক ভুলে এলোমেলো মন!
দাবানলে পুড়ছে আকাশী মেঘের বন,
শুধু পার্কের পদ্মের চোখ ছলছল,
আলোগুলো জ্বালায় না কেন কেঊ!
লাল ঘড়িটার সময়ের আগে!
পোড়া গন্ধ শুনি;
আমাজনে মরেছে বেবুন!
মৃত পাখিটার পালকেরা তোমাদের হাতে!
কোলাহলে খুব কষ্ট লাগে,
যন্ত্রণা ছিঁড়ে দেয় মস্তিষ্কের খাতা!
সেখানে এখনো ছেঁড়া ফুলটাই রাখা,
তোমার হাতের ছোঁয়া স্বপ্ন না বাস্তব?
বস্তুত তা এখনো ছুঁয়ে হয়নি দেখা!
ওই সাদা বিড়ালটা পা ঘেঁষে চলে যায়,
অন্ধকার কোণা তার শোকমাখা ঘর!
কলকল শব্দের নদী হলে শেষ,
বেলাভূমি নিয়ে একা সাগর আঁধার!
ভালোবাসা হলো লুকায়িত দুঃখের মার্জার!
মাঝে মাঝে দেখা দিয়ে কষ্ট বাড়ায়!
তবুও সাঁঝের বেলা কাজের শেষে,
এখনো আমরা ডাকি-
ওরে! আয়! কাছে আয়!