যাকে যা দিয়েছ তা সেখানেই থাক,
কখনো চেওনা তুমি পাওনা ফেরত!
পাখা মেলে মন ছেড়ে যায় যে আকুতি,
হিসাব খাতায় তার সবই অবশিষ্ট!
চেতনার অন্দরে ছায়াদের বসতি,
সবার জন্য থাকে আলাদা প্রকোষ্ঠ।
জানালার গরাদের ফাঁকে চোখ লুকিয়ে,
কদাচিৎ উঁকি দিও মানবিক তাড়নায়।
ভেংগো না ভুলেও তার চাবি হীন তালা,
ভুলে ক্ষয়ে গেলে গোপনের মরিচার দ্বার,
তোমার অলীক বাড়ি নিমিষেই হবে চুরমার!