মাঝে মাঝে স্বর্গচ্যূত হয় কতো তারা,
আগুন বৃষ্টি ঝরে মেরূর আকাশে,
সৌরঝড় ফাঁকি দেয় তবুও অনেকে;
নীহারিকা ধাবমান হয় তার ডাকে।
তুষারশুভ্র কোলে কৃষ্ণপক্ষ রাত;
আকাশগঙ্গায় চলা আলোর মিছিলে-
একদা হেঁটেছ তুমি রাজসিক ছলে।
উজ্জয়িনীর হারানো সুন্দরীদের মতো,
ছড়িয়ে দুহাত আর উড়িয়ে আঁচল,
যেন দিয়েছিলে ঝাঁপ ধরণীর নীলে।
হরপ্পা প্রতিম কোন আদিম শহরে
জ্বলে জ্বলে নিভে যায় প্রদীপের আলো,
তেমনি তারারা খসে অতি ধীরে ধীরে,
অথবা পলকে তারা হয় স্বর্গচ্যূত।
পুরনো ধূলির বুকে ফেলে আসা স্মৃতি,
তোমাদের টেনে আনে আমাদের কাছে।
হয়তো জ্যোতিষ্ক তুমি প্রজ্জ্বলিত মন-
ভেঙ্গে সব স্বপ্নাদেশ ছুটে চলে আসো,
ধূসরিত বনফুলে দিতে আলিঙ্গন।