স্তব্ধ শহর অচেনা হলে, মহানগরীর
দূরতম মোড়ে,
একবার দেখো তুমি সরিয়ে মায়াবী পর্দা,
আকাশ সমুদ্র ভেঙ্গে মহাকর্ষিক স্পর্ধা,
পুঞ্জীভূত তারকারা নামে থরে থরে,
হয়ে যায় তারা সবে নিয়নের আলো
তোমার আমার এ অন্ধ শহরে।
কবে বহুকাল আগে হে পুরাণ মানবী,
এসেছিলে মর্ত্যলোকে।
তোমার বিক্ষিপ্ত চিত্ত ভুলেছে তা সবই,
মনে নাই কালের হিসাব,
সৃষ্টির আদি হতে যে বন্ধু তোমার,
রাত্রি দুপুর হলে পথ ভুলে তারা নামবে আবার।
কখনো স্বপ্ন ঘোরে ভুলে গিয়ে দিশা
হঠাত তাকাও যদি অদৃশ্য ব্যালকনি হতে,
দেখবে ভেসেছে চাঁদ বুড়িগঙ্গার স্রোতে।
সেজেছে এ কদাকার কঙ্ক্রিটের জঙ্গল,
অজস্র তারকারে বানিয়ে মালার আদল।
মিটিমিটি হাসবে সে অজানিতে-
তোমার আমার এ প্রিয় শহর।