প্রতি বৃহস্পতি থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ১০ টা থেকে ১১.৩০ পর্যন্ত কলকাতার চ্যানেল জি বাংলায় প্রচারিত হচ্ছে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। পঞ্চমবারের মতো জনপ্রিয় এই লাফটার শো’র প্রচার চললেও বাংলাদেশী দর্শকদের জন্য এবারের মীরাক্কেল একেবারেই ভিন্ন রকম। কেননা এবারই যে প্রথম বাংলাদেশী প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে!
বাংলাদেশের সাতজন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাঁরা হলেন ফারজানা শশী, ইয়াফি খান, মোস্তাফিজুর রহমান রাজু, সুষম রুমী, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম চৌধুরী তুষার এবং বিজয় বণিক। এর মধ্যে বিজয় বণিক ইতিমধ্যে বিদায় নিলেও পরবর্তী পর্বে টিকে গেছেন বাকী ৬ জন। আজ ৬ মার্চ প্রচারিত পর্বসহ মোট ৪ পর্বের শুটিং শেষ করে দেশে ফিরে আসেন। পরবর্তী পর্বের জন্য তাদের যাওয়ার কথা ছিল গত ৫ মার্চ। শুটিং শুরু হবে ৯ মার্চ। সন্তু ভিসা জটিলতায় ওরা যেতে পারেনি। অ্যাম্বেসি থেকে ভিসা প্রসেসিং এর জন্য ১০-২১ দিন লাগার কথা বলা হয়েছে। দ্রুত চাইলে মিনিস্ট্রির রিকমন্ডেশন লাগবে। কিন্তু ওরা কোন লিঙ্ক খুঁজে পাচ্ছে না। তাই ভিসা ফরম জমাও দেয়নি। ওরা ৮ মার্চ এ যেতে পারলেও হবে। ২৪ মার্চ পরবর্তী শুটিং। ওরা ২৪ মার্চ এর আগে যেতে না পারলে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়বে। কেউ কী আছেন সাহায্য করার মতো? আমি চেষ্টা করছি। কারো কোন সাহায্য করার সুযোগ থাকলে বলুন প্লীজ! যেখানে কলকাতায় বাংলাদেশী চ্যানেলগুলো দেখাই যায় না সেখানে ওখানকার একটি চ্যানেলে এমন একটি জনপ্রিয় অনুষ্ঠানে ওদের অংশগ্রহণ নি:সন্দেহে প্রশংসনীয়। আমাদের গর্বিত হওয়া উচিত যে, ওরা মীরাক্কেলে অংশ নিয়ে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে। ওদের শুভকামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।