আল্লাহর সৃষ্টির মধ্যে একমাত্র মানুষই বিভিন্ন ভাবে তার যৌনানুভূতি প্রকাশ ও চরিতার্থ করতে পারে। তার মধ্যে একটি সমকামীতা, আল্লাহর কাছে এটা গ্রহনযোগ্য নয়। সমকামীতায় লিপ্ত হযরত লুত (আঃ) র জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। '.........লুত বলিল ওরা আমার মেহমান সুতরাং আমাকে লজ্জিত করিও না। তোমরা আল্লাহকে ডরাও, আমাকে হেয় করিও না। অর বলিল দুনিয়া লোক আশ্রয় দিতে বারন করি নাই? সে বলিল একান্তই করিতে চাহিলে এই আমার কন্যারা আছে। তোমার জীবনের কসম ওরা মত্ত ও বিমূঢ় হইয়াছে ফলকথা সূর্যোদয় হইতেই ওদিগে বজ্র আঘাত করিল এবং শহর গুলিকে উল্টাইয়া দিলাম.........।' (সুরা আল হিজর আয়াত ৬৯-৭৪)
সুতরাং মানুষকে তার বিবেক ও বুদ্ধি ব্যবহার করে সমকামীতা থেকে বিরত থাকতে বলা হয়েছে। সমকামীতাও ইসলামে বিবাহ বহির্ভূত সম্পর্কের মত নিষিদ্ধ ও নিরুতসাহিত করা হয়েছে। কোরান ও হাদিসে সমকামীতার শাস্তির বিশদ বর্ননা দেয়া হয়েছে। কোরানের বর্ননানুযায়ী বিচারের জন্য এই ঘৃন্য কাজের জন্য অভিযুক্তদের স্বীকারোক্তি অথবা এই ঘটনার চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য প্রয়োজন, যা বর্তমান কালের প্রেক্ষিতে প্রায় অসম্ভব, এই ক্ষেত্রে শেষ বিচারের দিনের অপেক্ষা করতে হবে, যেদিন সব জান্তা, সর্বদর্শী, মহান বিচারক আল্লায় তায়ালা স্বয়ং বিচার করে দিবেন।
বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ন আহমেদ তার কল্পনাপ্রসূত একটি ঘটনা নিয়ে "ঘেটুপুত্র কমলা" নামে একটি চলচিত্র নির্মান করছেন। চলচিত্রের কাহিনীটি একজন জমিদারের সাথে একটি কিশোরের সমকামী সম্পর্ক নিয়ে গঠিত। মুসলিমপ্রধান বাংলাদেশে ঘেটুপুত্রের প্রচলন কখনোই ছিলো না এবং সমকামী মানুষদের কখনোই সামাজিকভাবে স্বীকৃতি দেয়া হয়নি।
হুমায়ন আহমেদ - এর মতে প্রায় দেড়শ বছর আগে হবিগঞ্জ জেলায় মেয়ের পোশাক পরে কিছু রূপবান কিশোরদের আবির্ভাব হয় ঘেটুগানের মাধ্যমে এবং বিত্তবানরা এইসব কিশোরকে যৌনসঙ্গী হিসেবে ব্যবহার করেন, যা একসময় সামাজিকভাবে স্বীকৃতি পেয়ে যায়। বাংলাদেশের ইতিহাস চরমভাবে হুমায়ন আহমেদ বিকৃত করেছেন তার কল্পনাপ্রসূত একটি ঘটনাকে প্রতিষ্ঠিত করার জন্য ।
সমকামীতা একটি গর্হিত বিষয় এবং এর জন্য মহান আল্লাহ একটি জাতিকে নিঃশেষ করে দিয়েছেন যার বর্ননা কুরআন শরীফে পর্যন্ত দেওয়া আছে।
বাংলাদেশেও হুমায়ন আহমেদের মত কিছু নাস্তিক সমকামীর আছে যাদের কারনে বাংলাদেশের সমগ্র মুসলমান জাতি পথভ্রষ্ট হয়ে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে।
এখনো দেরী হয়ে যায়নি। আসুন নাস্তিক সমকামীদের প্রতি ধিক্কার জানাই।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫২