কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভাল আছেন।
বাংলাদেশের বাজারে Symphony অন্যতম ব্র্যান্ড। Symphony কোম্পানী বাজারে সুলভ মূল্যে অনেক স্মার্ট ফোন আনছে। এদের মধ্যে W71i কম দামের মধ্যে খুব ভাল একটি স্মার্ট ফোন। যার বাজার মূল্য ৬৮০০ টাকা। আর ৬৮০০ টাকায় ৪.৫'' ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোন পাওয়া বেশ কঠিন।
আজ আমি আপনাদের সিম্ফোনী W71i সম্পর্কে স্যামান্য কিছু তথ্য প্রদান করব আর কিছু ব্যক্তিগত মতামত জানাব। এছাড়া সিম্ফোনীর আরো মোবাইল দখতে ক্লিক করুন symphony mobile .
Symphony W71i স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারসমুহ:
• অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ও এস
• ৪.৫ ইঞ্চির ডিসপ্লে
• ৫ মেগাপিক্সেলের ক্যামেরা
• Mali 400 জিপিউ
• ৫১২ মেগাবাইট র্যা ম
• ১.৩ গিগাহার্টজ গতির ডুয়েল কোর প্রসেসর
• ডুয়েল সীম
• ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
• ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা
• ১,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী
আমি বাক্তিগত ভাবে সিম্ফোনী W90 ব্যাবহার করেছি যা ৫১২ মেগাবাইট র্যা ম, ১ গিগাহার্টজ গতির ডুয়েল কোর প্রসেসর ও ৫ মেগাপিক্সেল সমৃদ্ধ স্মার্টফোন। এই ফোন দিয়ে স্যতি অনেক ভালো তোলা ছবি যায়। অবশ্য তখন মোবাইলটির দাম ছিল ১৫৫০০ টাকা। সিম্ফোনী W71i ও ৫১২ মেগাবাইট র্যা ম, ১.৩ গিগাহার্টজ গতির ডুয়েল কোর প্রসেসর ও ৫ মেগাপিক্সেল সমৃদ্ধ স্মার্টফোন। এর প্রসেসরের ক্ষমতা সিম্ফোনী W90 থেকে বেশী। আমি বাক্তিগত ভাবেও সিম্ফোনী W71i সেটটি দেখেছি। এর র্যা ম অনুযায়ী সেটটির স্পীড বেশ ভালো ও এর ক্যামেরা ৫ মেগাপিক্সেল যা দিয়ে বেশ ভালো ছবি তোলা যায়। আর এর ফণ্ট ক্যামেরা ০.৩ মেগাপিক্সেল ভাল না হলেও খারাপ না। এই সেটে রয়েছে G-sensor, Light sensor ও 3D sensor যার কারনে অনেক গেমসই ভালোভাবে খেলতে পারবেন।
মোটামুটি প্রায় সকল সুযোগ-সুবিধা সম্পন্ন W71i সেটটি পাচ্ছেন ৬৮০০ টাকায়।
এই লেখাটির মাধ্যমে Symphony W71i এর অতি সামান্য কিছু প্রয়োজনীয় তথ্য প্রদানের চেষ্টা করা হয়েছে। এই আর্টিকেল টি যদি ইউসফুল মনে করেন তবে নিচের কমেন্ট বক্স এ আপনার মতামত দিতে পারেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২